শ্যুটিংয়ের ব্যস্ততার ফাঁকেই অনুরাগ বসুর বাড়িতে কার্তিক। চান্দু চ্যাম্পিয়ন ছবির শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন কার্তিক আরিয়ান। ২০২৪ মুক্তির কথা রয়েছে এই ছবির। অন্যদিকে, অনুরাগ বসুর আগামী ছবি আশিকি ৩-এ থাকছেন কার্তিক (Bollywood Actor News)। পরিচালকের বাড়ি থেকে বেরোনোর সময় আমাদের লেন্সবন্দি হলেন কার্তিক। ক্য়ামেরা দেখেই কার্তিকের চোখে-মুখে স্পষ্ট দেখা গিয়েছে বিরক্তির ছাপ। বিস্তারিত জানুন ভিডিয়োতে। বিনোদন সংক্রান্ত যাবতীয় ভিডিয়ো সবার আগে দেখতে নিজেদের সব সময় আপডেটেড রাখতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.