ফের বিজেপি নেতা অনুপম হাজরার ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা। বীরভূম জেলায় বিজেপির গোষ্ঠীদন্দ্ব প্রকাশ্যে! অনুপম এর ফেসবুক পোস্ট এর কারণে অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। জেলা কমিটি নিয়ে একের পর এক বক্তব্য পেশ করেন তাঁর ফেসবুক পোস্টে।

BJP West Bengal News : Facebook-এ অনুপমের ছবি, BJP কর্মীকে ‘খতম’-এর হুমকি! যত কাণ্ড বীরভূমে
কী জানা যাচ্ছে?

মঙ্গলবার বীরভূম জেলা বিজেপিতে জেলা কমিটি গঠন হয়েছে। তারপরেই বুধবার নিজের ফেসবুক পোস্টে পুনরায় বেসুরো হলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তুললেন স্বজন পোষণের অভিযোগ । এমনকি ‘অভিমানী খোলা চিঠি’তে বিজেপির রাজ্য সভাপতিকেও তুললেন কাঠগড়ায়। তবে শুধুই যে অভিযোগ তুলেছেন তা নয়, কর্মীরা জেলা কমিটিতে জায়গা না পেয়ে যেন তৃণমূলে যোগ না দেন সেই আর্জিও জানিয়েছেন তিনি।

Anupam Hazra: ‘দুষ্টু গোরুর চেয়ে শূন্য গোয়াল ভালো…’, দলীয় নেতাদের ঠিক কী বার্তা বীরভূমের বিজেপি নেতার
কী লিখলেন তিনি?

তিনি লেখেন আগামী লোকসভা নির্বাচনে জেতার জন্য টিম তৈরি করতে গিয়ে, সংগঠন এবং গ্রহণ যোগ্যতা আছে এরকম মানুষগুলোকে বেছে বেছে বাদ দিয়ে, নিজের কাছের মানুষগুলোকে যারা জায়গা করে দেন, তাঁরা এক প্রকার ঘরের শত্রু বিভীষণ। আর এই ধরনের বিভীষণ দের জন্যই আমরা মাঝেমধ্যেই বিভিন্ন জেলায় ক্ষোভ বিক্ষোভ দেখে থাকি। কারণ ঘরের মধ্যে বারবার অনুরোধ করা সত্ত্বেও, যখন তা শোনা হয় না। তখন মানুষ ধৈর্য হারিয়ে প্রকাশ্যে বিক্ষোভ দেখাতে শুরু করে।

Mukul Roy : বিজেপিতে ফুটবে তৃণমূলের ‘মুকুল’! গেরুয়া নেতার ফেসবুক পোস্ট ঘিরে তুঙ্গে চর্চা
তৃণমূলে যোগ না দেওয়ার আবেদন?

অভিমানী হলেও বিক্ষুব্ধ কর্মীদের তৃণমূল কংগ্রেসে যোগ না দেওয়ার আবেদন জানান অনুপম। তিনি জানান, যে সমস্ত কাজের মানুষগুলি জেলা কমিটিতে জায়গা পেলেন না, তাঁরা যেন অন্তত অভিমানে তৃণমূলে যোগ দেবেন না। কারণ মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী’র আসনে বসাতে গেলে প্রত্যেকটি লোকসভা আসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দরকার পড়লে যেখানে-সেখানে ঘরের শত্রু বিভীষণদের মুখোশ খুলে দিন কিন্তু কেউ মান-অভিমানে বসে যাবেন না। শেষে অনুপম বলেন, ‘আরেকটু ধৈর্য ধরুন, কিছু একটা হবে।’

কেবলই স্মৃতি? তৃণমূলের পঞ্চায়েত থেকে মুছে গেল নাম ছবি!

অনুপমের বিতর্কিত মন্তব্য

এর আগেও একাধিকবার দলের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে। মাস খানেক আগেই তাঁকে বলতে শোনা যায় যে সব নেতারা মনে করেন, নিজের ইগো বেশি গুরুত্বপূর্ণ, দলের পদ আগলে ভেতরে ভেতরে ক্ষতি করবেন, আমি সীমিত ক্ষমতা প্রয়োগ করব যাতে সেটা না হয়। কারণ, ‘ দুষ্টু গোরুর চেয়ে শূন্য গোয়াল ভাল।’

প্রতিদিন খবর জানতে এই সময় ডিজিটাল হোয়াটস্যাপ চ্যানেল। ক্লিক: https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version