এই সময়: শহরের হকারহীন রাস্তার তালিকা তৈরি করবে কলকাতা পুরসভা। সম্প্রতি টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে। শহরে হকার নিয়ন্ত্রণে একাধিক সিদ্ধান্ত হয় বৈঠকে। তার মধ্যে একটি হচ্ছে–‘নন ভেন্ডিং’ রাস্তার তালিকা তৈরি করে আদালতে জমা দেওয়া। নন-ভেন্ডিং রাস্তার অর্থ–যে সব রাস্তায় হকার নেই। এই তালিকায় এরই মধ্যে রেড রোড এবং পার্ক স্ট্রিটের একটি অংশ নথিভুক্ত হয়েছে।

আর কোন–কোন এলাকায় রাস্তায় হকাররা বসেন না, তা নিয়ে খোঁজ নিতে শুরু করেছেন পুরকর্তারা। যে সব রাস্তায় হকার বসেন, তারও তালিকা তৈরি করা হবে। কারণ, কলকাতা হাইকোর্ট পুরসভাকে হকার আছে এবং নেই–দু’ধরনের রাস্তার তালিকাই জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Kolkata Municipality : অনলাইন বিল্ডিং প্ল্যান বন্ধ হচ্ছে কলকাতা পুরসভায়
টাউন ভেন্ডিং কমিটির বৈঠকে গ্র্যান্ড হোটেলের সামনের ফুটপাথে হকার নিয়ন্ত্রণেরও সিদ্ধান্ত হয়েছে। ওই ফুটপাথের আশি শতাংশ হকার-মুক্ত করা হবে। গ্র্যান্ড হোটেল সংলগ্ন ফুটপাথে দু’দিকে হকাররা বসতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়েছে। সেখানে হকারদের ফুটপাথের এক দিক ধরে লম্বা হয়ে বসতে হবে।

KMC Roads : ‘টার্গেট’ মহালয়া! পুজোর আগেই কলকাতার ‘হাল’ ফেরাতে মাঠে নামছে পুরসভা
এই বিষয়ে মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, ‘গ্র্যান্ড হোটেলের সামনে হকার নিয়ন্ত্রণে আমরা পুলিশি সহায়তা চাইব। পুলিশ যখন আমাদের সময় দেবে, তখনই কাজ শুরু হবে।’ আদালতের নির্দেশেই পুরসভা গ্র্যান্ড হোটেলের সামনে হকার নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে। তবে এ ক্ষেত্রে একটি জটিলতার আশঙ্কাও রয়েছে। গ্র্যান্ডের সামনে যাঁরা হকারি করেন, তাঁদের অনেকেই ওই জায়গার হাতবদল করে দিতে বা ‘ভাড়া’ দিয়ে দিতে পারেন বলে পুর-আধিকারিকদের একাংশের আশঙ্কা।

Dengue In Kolkata : ডেঙ্গির ‘ফাঁড়া’ ৯২ রাস্তায়, ‘স্পর্শকাতর’ ৩৭টি ওয়ার্ড! কলকাতা পুরসভার তালিকায় মুখ্যমন্ত্রীর পাড়াও
তাই এ ক্ষেত্রে প্রকৃত হকারের খোঁজ মেলা নিয়ে সমস্যা হতে পারে। তবে হকার জয়েন্ট অ্যাকশন কমিটির আহ্বায়ক অসিত সাহা বলেন, ‘এই রকম আশঙ্কা ঠিক নয়। কারণ, আমাদের কাছে যে তালিকা রয়েছে তা ধরেই প্রত্যেক হকারকে খুঁজে বের করা হবে। কোনও অসুবিধা হওয়ার কথা নয়।’ বৈঠকে বউবাজারের স্যাকরা পাড়া সংলগ্ন এলাকার হকারদের নিয়ে সমীক্ষারও সিদ্ধান্ত হয়েছে।

https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version