এই সময়: ফের বহরে বাড়ছে কলকাতা পুর এলাকা। পুরসভার ১০৯, ১১২ এবং ১১৩ নম্বর ওয়ার্ডের সঙ্গে যুক্ত হতে চলেছে সোনারপুর লাগোয়া কিছু পঞ্চায়েত এলাকা এবং রাজপুর-সোনারপুর পুর এলাকার কিছু অংশ। বৃহস্পতিবার মেয়র ফিরহাদ হাকিম বলেন,‘রাজ্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে। সরকার অনুমোদন দিলে তা কার্যকর করা হবে।’ সূত্রের খবর, আগামী পুর অধিবেশনে এই প্রস্তাব পাশ হতে পারে।

Dengue In Kolkata : ডেঙ্গির ‘ফাঁড়া’ ৯২ রাস্তায়, ‘স্পর্শকাতর’ ৩৭টি ওয়ার্ড! কলকাতা পুরসভার তালিকায় মুখ্যমন্ত্রীর পাড়াও
কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডের সঙ্গে সোনারপুর লাগোয়া খেয়াদহ ২ পঞ্চায়েত এবং মুকুন্দপুর মৌজার আরও কিছু অংশ যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। ১১২ এবং ১১৩ নম্বর ওয়ার্ডের সঙ্গে রেনিয়ার কিছু এলাকা সহ রাজপুর-সোনারপুর মিউনিসিপ্যালিটির ৩৫ নম্বর ওয়ার্ডকে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এলাকা বৃদ্ধির প্রস্তাব দেওয়া হলেও আপাতত ১৪৪টি ওয়ার্ডই থাকছে কলকাতা পুরসভায়।

Recruitment Scam : চূড়ান্ত তালিকা প্রকাশের আগেই বাতিল প্যানেল, কলকাতা পুরসভায় নিয়োগে অনিয়ম
১৯৮০ সালের কলকাতা পুরসভার আইন বদল করার পরে ওয়ার্ড সংখ্যা বেড়ে হয়েছিল ১৪১। যাদবপুর, বেহালা এবং গার্ডেনরিচ-মেটিয়াবুরুজের অধিকাংশ এলাকা যুক্ত হয়েছিল সংযোজিত এলাকা হিসেবে। এরপর শোভন চট্টোপাধ্যায় মেয়র থাকাকালীন দক্ষিণ ২৪ পরগনার জোকা-কবরডাঙা- ঠাকুরপুকুর লাগোয়া বেশ কিছু পঞ্চায়েতকে যুক্ত করেন পুর এলাকার সঙ্গে।

Kolkata Municipality : অনলাইন বিল্ডিং প্ল্যান বন্ধ হচ্ছে কলকাতা পুরসভায়
ওয়ার্ড সংখ্যা তাতে বেড়ে হয় ১৪৪। কলকাতা পুরসভার এক আধিকারিক জানান, প্রস্তাবিত এলাকাগুলিতে দ্রুত হারে নগরায়ন বাড়ছে। তাই ওই সব এলাকার পুর পরিষেবার মানকে উন্নত করার জন্য এই পরিকল্পনা নেওয়া হয়েছে।

https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version