বৃহস্পতিবারের পর ফের রবিবার। পুর নিয়োগ দুর্নীতিতে এক যোগে ফের অভিযানে নামে CBI। রবিবার সাত সকালে এক সঙ্গে দুই হেভিওয়েট মন্ত্রীর বাড়িতে CBI হানা। এছড়াও জেলায় জেলায় একাধিক তৃণমূল শাসিত পুরসভার পুরপ্রধান ও প্রাক্তন পুরপ্রধানের বাড়িতেও CBI ও ইডি হানা। কেন্দ্রীয় সংস্থার এই তৎপরতাকে কটাক্ষ তৃণমূলের। কুণাল ঘোষ টুইট করে কটাক্ষ করেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনা হিট’। ধরনায় চাপে পড়ে অন্যদিকে নজর ঘোরানোর চেষ্টায় একের পর এক মরিয়া পদক্ষেপ BJPর বলে দাবি তৃণমূল মুখপাত্রের।

CBI Raid : ফিরহাদ-মদনের পর এবার কাঁচরাপাড়া-হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআই হানা
টুইটে গেরুয়া শিবিরকে কটাক্ষ করে কুণাল লেখেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধরনা হিট। BJPর উপর চাপ বাড়ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আসতে হয়েছে, তাতেও ফল শূন্য। রাজ্যপাল কোণঠাসা, পালিয়ে বেড়াচ্ছেন। তাই নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে। BJP-র আত্মরক্ষার অস্ত্র। এই করে তৃণমূলকে দমানো যাবে না।’ CBI-ED -এর অতিসক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল শিবির।

ED Raid : নিউ ব্যারাকপুর-কৃষ্ণনগরের প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, শুরু তল্লাশি
এদিন সকাল ৯টা নাগাদ পুরমন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে হাজির হয় CBIয়ের বিশাল দল। মুহূর্তের মধ্যে মেয়রের বাড়ি দূর্গের মতো ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। ভিতরে ঢুকে জিজ্ঞাসাবাদ তল্লাশি শুরু করেন CBI আধিকারিকেরা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই কামারহাটির বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে আসে CBI। পাশাপাশি তাঁর দক্ষিণেশ্বরের ফ্ল্যাটেও যায় কেন্দ্রীয় গোয়েন্দারা।

Priyadarshini Hakim: ‘ভয় শুধু…’, ফিরহাদ হাকিমের বাড়ি সিবিআই হানার খবরে মুখ খুললেন কন্যা প্রিয়দর্শিনী
এছাড়া প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়ি, উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুর প্রধান সুবোধ চক্রবর্তীর বাড়ি, টাকির চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায়ের বাড়ি, দমদম পুরসভার পুরপ্রধান হরেন্দ্র সিংয়ের বাড়িতেও হানা দেয় CBIয়ের দল। এছাড়া নিউ ব্যারাকপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদারেও বাড়িতে তল্লাশি অভিযানে যায় CBI।

সমস্ত ধরনের গুরুত্বপূর্ণ খবরের জন্য এই সময় ডিজিটাল-এর হোয়াটস অ্যাপ চ্যানেল ফলো করুন। ক্লিক করুন- https://bit.ly/eisamay-whatsapp-channel



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version