জোরকদমে চলেছে দুর্গাপুজোর কাউন্টডাউন্ট। আর মাত্র কয়েকটা দিন, তারপরই বছরভরের অপেক্ষা শেষ। ষষ্ঠী থেকে দশমী, পুজোর আড়ম্বর এই পাঁচদিন সবথেকে বেশি হলেও, মহালয়ার পর থেকে ভিড় বাড়তে শুরু করে কলকাতায়। জেলায় জেলায় রাস্তায় নেমে পড়েন উৎসাহী দর্শনার্থীরা। ভিড়ে ঠাসা রাতের কলকাতায় দর্শনার্থীদের হেনস্থা কমাতে মেট্রো বা গণপরিবহণ চালানোর প্রথা দীর্ঘদিনের। পুজোর দিনগুলি ছাড়াও পঞ্চমী থেকেই শহরের একাধিক রুটে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি বাস মালিকরা। নির্দিষ্ট রুট ধরে পঞ্চমী থেকে দশমী অবধি চলবে বাস।

শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় পঞ্চমী বিকেলের পর থেকেই অটো চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পুজোর দিন ওই রুটগুলিতে বাস চালাতে চায় একাধিক বাসমালিক সংগঠন। নিউ টাউন, ভিআইপি রোড, ইএম বাইপাস, সল্টলেক, গড়িয়াহাট বা ধর্মতলার মতো রুটগুলিতে পুজোর সময় বাস চালাতে আগ্রহী বাস মালিক সংগঠনগুলি।

Kolkata Metro Time Table During Durga Puja : মেট্রো যাত্রীদের জন্য বড় খবর, পুজোয় এই লাইনে পুরোপুরি বন্ধ পরিষেবা
বাস মালিক সংগঠনের দাবি, পুজোর সময় শহরতলি থেকে বহু দর্শনার্থী কলকাতায় পুজো দেখার জন্য আসেন। ঠাকুর দেখে বাড়ি ফেরার জন্য তাঁদের কাছে বাসই সব থেকে সাশ্রয়ী সেই কারণে পুজোর দিনগুলিতে তারা বাস চালাতে চান। বাস মালিক সংগঠন জানিয়েছে, প্রত্যেকবার পুজোয় ষষ্ঠী থেকে বেসরকারি বাস চলে। এবার তা আরও একদিন এগিয়ে আনা হচ্ছে।

Kolkata Metro Services Durga Puja 2023 : এবারেও পুজোয় রাতভর মেট্রো, পঞ্চমী থেকেই স্পেশাল সার্ভিস! রইল সময়সূচি
সিটি সাব আর্বান বাস সার্ভিসের সাধারণ সম্পাদক টিটু সাহা এ প্রসঙ্গে এই সময় ডিজিটালকে বলেন, ‘প্রত্যেক বছর পুজোতই আমরা ষষ্ঠী থেকে দশমী অবধি রাতভর বাস চালাই। এই বছর পঞ্চমীর দিন থেকে আমরা বাস চালাতে আগ্রহী। কারণ পঞ্চমী থেকেই শহরতলি থেকে প্রচুর মানুষ কলকাতা আসেন। সারারাত বাস চললে ঠাকুর দেখে বাড়ি ফিরতে তাঁদের আর কোনও সমস্যা হবে না। নির্দিষ্ট রুট ধরেই আমরা বাস চালাতে চাই। তবে পুজোর সময় পুলিশ বিভিন্ন রাস্তা নো এন্ট্রি করে রাখে। বাস চালানোর জন্য আমরা পুলিশের থেকে সব ধরনের সহযোগিতা প্রত্যাশা করছি।’

SBSTC Digha Bus Timetable : বোলপুর-দিঘা জুড়ে গেল সরকারি বাসে, কখন ছাড়বে-ভাড়া কত?
অন্যদিকে এবার পুজোতেও সারারাত চলবে মেট্রো। নর্থ-সাউথ মেট্রো ভোর রাত অবধি চলবে বলে জানিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। সপ্তমী (২১ অক্টোবর), অষ্টমী (২২ অক্টোবর) এবং নবমী (২৩ অক্টোবর) উভয় দিকের প্রান্তিক স্টেশন থেকে ভোর ৪টের সময় ছাড়বে শেষ মেট্রো।

এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেল whatsapp.com/channel/0029va9zh58gk1fko2wtdl1a



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version