ইডি দফতরে হাজিরা দিলেন তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। ইডি তলবে এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। এদিকে রুজিরা হাজিরাকে কেন্দ্র কেন্দ্র করে সকাল থেকেই সিজিও কমপ্লেক্সে মোতায়েন করা হয়েছে র‍্যাফ। রয়েছেনে বিধাননগর পুলিশ কমিশনারেটের একাধিক পদস্থ আধিকারিক। পাশাপাশি সিজিও কমপ্লেক্সের বাইরেটাও পুলিশি নিরাপত্তার চাদড়ে ঢেকে ফেলা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সূত্রে খবর, তদন্তে পাওয়া বিভিন্ন নথি এবং তথ্যের ভিত্তিতে রুজিরাকে জিজ্ঞাসাবাদ ও তাঁর বয়ার রেকর্ড করার প্রয়োজনীয়তা রয়েছে। আর সেই কারণেই তলব করা হয়েছে অভিষেক-পত্নীকে। এর আগে লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় অভিষেকের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় এবং মা লতা বন্দ্যোপাধ্যায়কেও তলব করে ইডি। যদিও তাঁরা তদন্তকারী সংস্থার সামনে হাজির হননি।

Abhishek Banerjee News : হাজিরা এড়ালেন অমিত! লিপস অ্যান্ড বাউন্ডসকাণ্ডে ED-কে নথি পাঠালেন অভিষেকের বাবা
ইতিমধ্যেই নথি পেশ করেছেন অভিষেক
এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে গতকাল রাতেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে সমস্ত নথি জমা দিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাতের দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়র তরফ থেকে একজন গিয়ে সেই সমস্ত নথি ইডির কাছে জমা দিয়ে এসেছেন বলে সূত্র মারফৎ জানা যাচ্ছে। আজ সেই নতিপত্র খতিয়ে দেখার কথা ইডির।

নিয়োগ মামলায় তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের থেকে যে সমস্ত নথি চাওয়া হয়েছিল সেগুলি মঙ্গলবারই ইডি দফতরে জমা দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেলেও সেই নথি ইডিতে জমা পড়েনি বলে খবর। তারপরেই হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহা সিঙ্গল বেঞ্চে নির্দেশ দেয়, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ না মানলে, তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।’

Abhishek Banerjee News : ED দফতরে গরহাজির অভিষেকের মা! CGO-তে বাবা অমিতের হাজিরা নিয়েও ধোঁয়াশা
সুজয়কৃষ্ণর সূত্র ধরে তলব
এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে গ্রেফতার করে ইডি। তাঁর থেকে পাওয়া বিভিন্ন তথ্যের ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার লিপস অ্যান্ড বাউন্ডসের নিউ আলিপুরের দফতরে অভিযান চালায় ইডি। সেখান থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্তও করা হয়। এই সূত্রে গত ৩ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসবাদের জন্য তলব করা হয়েছিল। কিন্তু পূর্বনির্ধারিত দলীয় কর্মসূচি ব্যস্ত থাকার কারণে সেদিন ইডিতে হাজিরা দেননি তিনি।

রুজিরা বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত আরও খবরের জন্য ফলো করুন এই সময়ের ডিজিটাল চ্যানেল। ক্লিক : https://whatsapp.com/channel/0029Va9zh58Gk1Fko2WtDl1A



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version