দীর্ঘ সময় ধরে তল্লাশি
এত দীর্ঘ তল্লাশি এ যাবৎকালে দেখা মেলেনি। সম্প্রতি খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ পুর প্রধানের বাড়ি ইডি অভিযান করলেও কোনওটাই ২৪ ঘণ্টার মেয়াদ পেরোয়নি। শেষবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবীর বাড়ি ২৪ ঘণ্টার উপর ম্যারাথন তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট। এবার রেশম বণ্টন দুর্নীতিতেও সমানভাবে সক্রিয় ইডি।
রেশন দুর্নীতি যুক্ত থাকার অভিযোগ
গত ৫৪ ঘণ্টা ধরে কৈখালিতে অভিজাত আবাসনে বাকিবুর রহমানের যে ফ্ল্যাটে ইডির তদন্তকারী আধিকারিকরা তল্লাশি চালাচ্ছিল সেইখান থেকেই এদিন অর্থাৎ শুক্রবার রাকিবুর রহমানকে আটক করল ইডি। তাঁকে গাড়িতে চাপিয়ে সিজিও কমপ্লেক্সে সঙ্গে করে নিয়ে যায় ইডির তদন্তকারী আধিকারিকরা। বহু নথি বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। রেশন দুর্নীতি যুক্ত থাকার অভিযোগে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর।
কৈখালির পিএস ম্যাগনাম আবাসনে বুধবার ভোরে হানা দেয় ইডি। ওই ফ্ল্যাট মালিকের নাম বাকিবুর রহমান। তাঁর চালকল সহ পানশালা ও হোটেলে হানা দেয় ইডি। বুধবার একইসঙ্গে তাঁর একাধিক সম্পত্তিতে অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারীরা। বাকি জায়গায় দীর্ঘ সময় পর তল্লাশি শেষ হলেও বুধবার থেকে একটানা তিনদিন ধরে তল্লাশি চালানো হয় কৈখালিতে । ওই আবাসনেই ব্যবসায়ী নিজের পরিবার নিয়ে থাকতেন বলে খবর।
বুধবার সকালে মন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচিত বাকিবুর রহমানের বাড়িতে হানা দেয় ইডির একটি বিশেষ দল। বুধবার ভোরে তাঁর বাড়িতে আসেন ইডির ছয় সদস্যের দল। ইডি আধিকারিকরা বাড়িতে ঢুকতেই দূর্গের মতো বাড়ি ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনী। তারপর থেকে ওই বাড়িতে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। কাউকে বাইরে আসতেও দেখা হয়নি। নিরাপত্তারক্ষী ও পরিচারিকারা এলে তাদেরও ফিরিয়ে দেওয়া হয়।
ঘনিষ্ঠের বাড়িতেও তল্লাশি
ইডি সূত্রে খবর, রেশন বন্টন দুর্নীতিতে যোগ রয়েছে এই ব্যবসায়ীর এই সন্দেহেই বাকিবুর রহমানকে আটক। তিনদিনে একটানা আবাসনের তল্লাশি চালিয়ে একাধিক গুরুত্বপূর্ণ নথি, কয়েকটি আইফোন মিলেছে বলে খবর। বাকিবুরের ব্যবসা ও অন্যান্য সম্পত্তি ছাড়াও তাঁর ঘনিষ্ঠ ও তাঁর ম্যানেজার হিসেবে পরিচিত অভিষেক বিশ্বাসের রাজারহাটের বাড়িতেও ৩৬ ঘণ্টার উপর তল্লাশি চলে। তাঁর বাড়ি থেকেও প্রচুর নথি ও পাঁচটি আই ফোন বাজেয়াপ্ত করেছে ইডি।
নিয়োগ দুর্নীতি সংক্রান্ত অন্যান্য খবর সহ দেশ-বিদেশ ও দুনিয়ার নানা খবর পেতে ফলো করুন হোয়াটস অ্যাপে এই সময় ডিজিটাল চ্যানেল। ক্লিক করুন।