‘যারা একসময় বাংলার কৃষ্টি-সংস্কৃতি-ঐতিহ্যকে আক্রমণ করে বলেছিল, বাংলায় দুর্গাপুজো হয় না, তারাই আজকে বাংলায় দুর্গাপুজো উদ্বোধন করতে আসছে, এটাই বাংলার দুর্গাপুজোর জয়,’ শনিবার এমনই মন্তব্য করতে শোনা গেল তৃণমূলের শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই রাজনৈতিকমহলের একাংশে প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক কাকে বা কাদের উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রসঙ্গত, এর আগে বাংলার দুর্গাপুজো নিয়ে সরব হতে দেখা গিয়েছে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতাকে। ২০১৯ সালে রাজ্যে এসে অমিত শাহ প্রশ্ন তুলেছিলেন, ‘বাংলায় দুর্গাপুজো হবে না তো কি পাকিস্তানে হবে?’ এক সভায় উপস্থিত হয়ে অমিত শাহ আরও বলেছিলেন, ‘বাংলায় বাংলা ভাষাই পড়তে হলে, দুর্গাপুজো করতে হলে বিজেপিকেই ভোট দিতে হবে।’
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের পরেই রাজনৈতিকমহলের একাংশে প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক কাকে বা কাদের উদ্দেশ্য করে এই মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়? প্রসঙ্গত, এর আগে বাংলার দুর্গাপুজো নিয়ে সরব হতে দেখা গিয়েছে বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতাকে। ২০১৯ সালে রাজ্যে এসে অমিত শাহ প্রশ্ন তুলেছিলেন, ‘বাংলায় দুর্গাপুজো হবে না তো কি পাকিস্তানে হবে?’ এক সভায় উপস্থিত হয়ে অমিত শাহ আরও বলেছিলেন, ‘বাংলায় বাংলা ভাষাই পড়তে হলে, দুর্গাপুজো করতে হলে বিজেপিকেই ভোট দিতে হবে।’
আর এবার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করতে সেই অমিত শাহই রাজ্যে আসছেন। আগামী ১৬ তারিখ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করবেন তিনি। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম না করে অমিত শাহকেই নিশানা করলেনবলে মনে করছে রাজনৈতিকমহলের একাংশ থেকে।
তবে শুধু কেন্দ্রীয় নেতৃত্ব নয়, দুর্গাপুজোকে কেন্দ্র করে তৃণমূল তথা রাজ্য সরকারকে নিশানা করতে দেখা গিয়েছে বিজেপির রাজ্য নেত্বকেও। এই বছর মহালয়ার আগেই ভার্চুয়ালি পুজো উদ্বোধন করতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘জালি হিন্দু’ বলে কটাক্ষ করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত আরও খবরের জন্য এখনই ফলো করুন এই সময়ের হোয়াটসঅ্যার চ্যানেল। ক্লিক করতে হবে এখানে।