লাখ লাখ, কোটি টাকার গাড়ি মালিক তাঁরা। অডি, বিএমডব্লু, জাগুয়ার, ল্যান্ড রোভারের মতো গাড়ির মালিকদের কর দিয়ে অনীহা চিন্তা বাড়াচ্ছে প্রশাসনের। এমনকী, গাড়ি আটক করা হলেও তা ছাড়ানোর জন্য সেভাবে কোনও হেলদোল দেখা যাচ্ছে না মালিকদের মধ্যে। আর তাতেই কার্যত অবাক পরিবহণ দফতরের কর্মীরা।

দামি গাড়ির মালিকদের কর ফাঁকি দেওয়ার প্রবণতা
সম্প্রতি পরিবহণ দফতরের এক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ‘বর্তমান’-এর প্রতিবেদন অনুয়ায়ী, ওই রিপোর্টে দেখা গিয়েছে ৬০ লাখ থেকে শুরু করে এক কোটি ১৫ লাখ টাকার গাড়ির মালিকদের মধ্যে ১৯৩১ জন দীর্ঘদিন কর মেটাননি। আর এই বকেয়া করের পরিমাণ ৭০ কোটি ছাড়িয়েছে। বিলাসবহুল গাড়ির মালিকদের কর দেওয়ার ক্ষেত্রে এই উদাসীনতা রীতিমতো অবাক করছে পরিবহণ দফতরের কর্তাদের।

আটক করা গাড়িও ছাড়াতে আসছেন না!
জানা গিয়েছে, যে সমস্ত গাড়ির মালিকরা কর দিচ্ছেন না তাঁদের রাস্তায় দাঁড় করিয়ে বকেয়া ট্যাক্স মেটানোর জন্য আবেদন করা হচ্ছে মোটর ভেহিকল ইন্সপেক্টরদের পক্ষ থেকে। এমনকী, সম্প্রতি এক টলি নায়িকার গাড়িও রুবির মোড়ের সামনে থেকে আটক করা হয়েছিল। সূত্রের খবর, তাঁর প্রায় ১২ লাখ টাকা কর বকেয়া রয়েছে।

গাড়িটি আটক করার পর প্রায় এক মাস তা কেউ নিতে আসেনি। কসবার পরিবহণ দফতরের অফিসে রয়েছে সেই গাড়িটি। লাখ লাখ টাকার বিলাসবহুল গাড়ির প্রতি এই অনাদর নিয়ে রীতিমতো অবাক পরিবহণ দফতরের কর্তারা।

সূত্রের খবর, বহু বিত্তশালী মানুষ আট থেকে দশ বছর ধরে কর দিচ্ছেন না। পরিবহণ দফতরের এক আধিকারিক জানান, যে সমস্ত সাধারণ গাড়ির মালিকরা রয়েছেন কর মেটানোর ক্ষেত্রে তাঁদের আগ্রহ অপেক্ষাকৃত বেশি। এদিকে অডি, বিএমডব্লিউয়ের মতো গাড়িগুলির ক্ষেত্রে রাস্তাঘাটে আগে থামানোর ক্ষেত্রে কিছুটা ইতস্তত করতেন এমভিআইরা। কিন্তু, এবার থেকে আর তা হবে না। বরং কড়া হাতে এই কর খেলাপ করা ‘ভিআইপি’ গাড়ি মালিকদের বিরুদ্ধে পদক্ষেপ করতে প্রস্তুত প্রশাসন।

PUC Certificate Online : কর ও জরিমানা বাকি থাকলে মিলবে না পিইউসি সার্টিফিকেট, বকেয়া আদায়ে কড়া পদক্ষেপ রাজ্যের
কী পদক্ষেপ করার কথা ভাবা হচ্ছে?

সূত্রের খবর, ইতিমধ্যেই এই সমস্ত গাড়ি মালিকদের বকেয়া কর মেটানোর জন্য স্টেট ট্রান্সপোর্ট অথরিটির তরফে দেওয়া হচ্ছে নোটিশ। শুধু তাই নয়, রাজ্যের পরিবহণমন্ত্রীও এই গাড়ি মালিকদের কাছে আবেদন করেছেন যাতে তাঁরা দ্রুত কর মিটিয়ে দেন। পাশাপাশি আগামীদিনে এই সমস্ত বিলাসবহুল গাড়ি কেনার ক্ষেত্রে আগেই যাতে ১৫ বছরের কর নিয়ে নেওয়া যায়, পরিকল্পনা করা হচ্ছে সেই বিষয়েও।

রাজ্যের সব খবর সকলের আগে পেতে যোগ দিন এই সময় ডিজিটালের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। ক্লিক করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version