দশমীর কলকাতায় ট্রাফিকের গতিপ্রকৃতি
শহরবাসীকে বিজয়ার শুভেচ্ছা জানিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা ট্রাফিক পুলিশের লালবাজার কন্ট্রোল রুমের তরফে সার্জেন্ট অভিজিৎ ঘোষ জানিয়েছেন, এই মুহূর্তে শহরের যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও বড় ধরনের দুর্ঘটনার খবর নেই। দশমীর কলকাতা শহরে উল্লেখ করার মতো কোনও বড় ধরনের মিছিল বা মিটিং নেই। ট্রাফিক পুলিশের আশা, গোটা দিনে শহরের যানচলাচল সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। পুজোর জন্য ট্রাফিক পুলিশের বিশেষ ব্যবস্থা আজও কার্যকর থাকবে বলে জানা গিয়েছে।
অন্যদিকে এই মুহূর্তে বিমানবন্দরগামী ইএম বাইপাস ও ভিআইপি রোডে কোনও যানজট নেই। এই দুই গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
বিসর্জনে পর্যাপ্ত ব্যবস্থা
দুর্গাপুজোর সময় শহরের যানচলাচল নিয়ন্ত্রণে বেশ কিছু ব্যবস্থা করেছিল পুলিশ। দুপুর ২টোর পর থেকে বন্ধ করে দেওয়া হয় অটো চলাচল। যান নিয়ন্ত্রণের জন্য বেশ কিছু রুট ঘুরিয়ে দেওয়া হয়েছিল। দশমীতে বাগবাজার, বাবুঘাটসহ কলকাতার বেশ কিছু ঘাটে প্রতিমা নিরঞ্জন হবে। সেখানেও ভিড় নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। সেখানে বাড়তি বাহিনী মোতায়েন করা হয়েছে।
পণ্যবাহী গাড়ি চলাচলের সময়ে বদল
পণ্যবাহী গাড়ি চলাচলের নিয়মেও বদল। যান চলাচল স্বাভাবিক রাখার জন্য পণ্যবাহী গাড়ি শহরে প্রবেশে বেশ কিছু বিধিনিষেধ জারি করেছে পুলিশ। কোনও পণ্যবাহী গাড়ি সকাল ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহরে প্রবেশ করতে পারবে না।
শহরবাসীকে পুলিশের পরামর্শ
কলকাতা শহরের বাসিন্দাদের জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারে পরামর্শ দেওয়া হয়েছে পুলিশের তরফে। একইসঙ্গে মোটরবাইক ও গাড়িচালকদের ট্রাফিক সিগন্যাল মেনে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে। মোটরবাইক চালানোর ক্ষেত্রে হেলমেট পরা বাধ্যতামূলক। মদ্যপ অবস্থায় গাড়ি না চালানোর আবেদন করেছে পুলিশ। নইলে নির্দিষ্ট আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।