বৃহস্পতিবার দুপুর থেকে বন্ধ থাকবে বারাসত চাঁপাডালি মোড়। দুপুর ২টো থেকে বন্ধ করে দেওয়া হবে এই গুরুত্বপূর্ণ রাস্তা। বিকল্প সড়ক দিয়েই যাতায়াত করবে সকল যানবাহন। কার্নিভ্যাল শেষ হলেই খুলে দেওয়া হবে বারাসত চাঁপাডালি মোড়ে সংলগ্ন রাস্তা। এই গুরুত্বপূর্ণ মোড় বন্ধ থাকার কারণে সমস্যার মুখোমুখি পড়তে হতে পারে নিত্যযাত্রীদের। দুর্গাপুজোর কার্নিভ্যালের কারণেই প্রশাসনের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

বারাসত চাঁপাডালি সেজে উঠছে। জোরকদমে চলছে কার্নিভ্যালের প্রস্তুতি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা প্রশাসনের উদ্যোগে ২৬ অক্টোবর বিশেষ শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। জেলার অন্যতম সেরা পুজোগুলি এই বিসর্জন কার্নিভ্যালে অংশ নেবে।

জেলা প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবার বিকাল ৪টে থেকে এই শোভাযাত্রা আয়োজন করা হয়েছে। বনগাঁ ও বারাসতের সেরা দুর্গাপ্রতিমাগুলি এই কার্নিভ্যালে অংশ নেবে। কার্নিভ্যাল চলাকালীন বন্ধ থাকবে ৩৫ নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ বনগাঁর দিকে যাওয়ার রাস্তা বারাসত চাঁপাডালির মোড় বন্ধ করে দেওয়া হবে। বারসত ও টাকি রোডের মুখ বন্ধ থাকবে বলে জানা গিয়েছে।

বারাসত পুলিশ জেলার ডিএসপি নিহাররঞ্জন রায় বলেন, ‘আগামিকাল দুপুর ২ টো থেকে চাঁপাডালি মোড় হয়ে যাওয়া গাড়ির রুট পরিবর্তন করা হয়েছে। গতবছর যেভাবে যাববাহন চলাচল করেছিল এবারও ব্যবস্থা একইরকম থাকবে। অর্থাৎ যেসব গাড়ি ৩৫ নম্বর জাতীয় সড়ক ধরবে তারা ৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে গিয়ে সুবিধামতো ৩৫ নম্বর জাতীয় সড়ক ধরবে। অন্যদিকে টাকি রোডমুখী গাড়িগুলি রাজারহাট বা মধ্যমগ্রাম হয়ে টাকি রোড ধরবে। দুপুর ২টো থেকে বন্ধ করে দেওয়া হবে চাঁপাডালি মোড়। বন্ধ থাকবে যান চলাচল। কার্নিভ্যাল শেষ হলে দ্রুত রাস্তা খুলে দেওয়া হবে।’

Siliguri Durga Puja : রাত পোহালেই শিলিগুড়িতে দুর্গা কার্নিভ্যাল, বন্ধ থাকবে গুরুত্বপূর্ণ রাস্তা! বাস-লরিতে নিষেধাজ্ঞা
অন্যদিকে বুধবার এলাকা পরিদর্শন করেন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত সুপার বিশ্বচাঁদ ঠাকুর, SDPO বারাসত অনিমেষ রায়সহ শীর্ষ পুলিশ আধিকারিকরা। জেলা প্রশাসনের কর্তারাও এদিন বারাসত চাঁপাডালি মোড় পরিদর্শন করেন এবং পরিস্থিতি খতিয়ে দেখেন। স্থানীয় বাসিন্দা অলোক পাল বলে, ‘চাঁপাডালি মোড় বন্ধ থাকার কারণে সাধারণ মানুষ সমস্যার মুখোমুখি হবে এটা নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আমার মনে হয় বছরের একটা দিন এই সমস্যা ভোগ করতে কারও কোনও সমস্যা থাকবে না। সবাই একটু মানিয়ে নেবেন।’

উল্লেখ্য, আগামিকাল বারাসত ছাড়াও ব্যারাকপুর ও পানিহাটিতে কার্নিভ্যাল অনুষ্ঠিত হবে বিকাল ৪টায়। অন্যদিকে তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামীর উদ্যোগে অশোকনগরে আয়োজন করা হবে পুজো কার্নিভ্যাল। কিন্তু মূল অনুষ্ঠানটি বারাসতে হবে, তাই সেখানে প্রস্তুতি তুঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version