শীর্ষেন্দু দেবনাথ, প্রীতম বন্দ্যোপাধ্যায় | এই সময় ডিজিটাল

বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জেলায় হতে চলেছে দুর্গা পুজো কার্নিভ্যাল। সেই তালিকায় রয়েছে নদিয়া জেলাও। এবার কল্যণীতে হতে চলেছে দুর্গাপুজো কার্নিভ্যাল। অংশ নেবে বেশ কিছু পুজো কমিটি। তার জন্য প্রস্তুতিও চলছে তুঙ্গে। কিন্তু, এরই মাঝে ফের একবার শিরোনামে আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব। একদিকে যেমন রাজ্যপালের ঘোষণা করা দুর্গারত্ন পুরস্কার প্রত্যাখ্যান করেছে লুমিনাস ক্লাব, অন্যদিকে এই কার্নিভ্যালে তারা অংশ নেবে কি না তা নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

কী জানা যাচ্ছে ক্লাবের তরফে?
এই বিষয়ে ক্লাবের একটি সূত্রের দাবি, কার্নিভালে অংশ নিচ্ছে না তারা। প্রতিমার গায়ে প্রায় ৬১ কিলো গয়না রয়েছে। তাই পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রশাসনকে সেই গয়নার দায়িত্ব নিতে বলা হয়েছিল। এমনকী সমস্ত গয়না প্রশাসনের হেফাজতে রাখার অনুরোধ জানিয়েছিল পুজো কর্তৃপক্ষ। কিন্তু প্রশাসন তাতে রাজি হয়নি।

ওই সূত্রের আরও দাবি করা হয়েছে, পুজো উদ্যোক্তারা এমনও চেয়েছিলেন যে ছোট প্রতিমা নিয়ে তাঁরা কার্নিভ্যালে অংশ নিতে পারে। সেই মতো পঞ্জাব থেকে কার্নিভ্যালে অংশ নেওয়ার বিভিন্ন সামগ্রী আনার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু তাতেও রাজি হয়নি প্রশাসন। ক্লাবের এক কর্তা বলছেন, ‘নানান জটিলতায় আমরা এ বছর কার্নিভ্যালে অংশ নিতে পারছি না।’

প্রশাসন তরফে কী বলা হচ্ছে?
নদিয়া জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক প্রদীপ্ত আচার্যকে ফোন করা হলে ‘এই সময় ডিজিটাল’-কে তিনি বলেন, ‘আমরা ওই ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছি। এবার কার্নিভ্যালে অংশগ্রহণ করবেন কি না সেটা তো তাদের সিদ্ধান্ত। আমরা যতদূর জানি, ওই ক্লাব অবশ্যই এই বিশেষ শোভাযাত্রায় যোগ দেবেন। এ নিয়ে যা প্রস্তুতি নেওয়ার আমরা নিয়েছি।’

Kalyani ITI More Luminous Club : লুমিনাসের ভিড় এড়াতে ট্রেন না থামানোর সিদ্ধান্ত, কবে স্বাভাবিক হচ্ছে কল্যাণী ঘোষপাড়া স্টেশন?
এদিকে জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক এহেন দাবি করলেও, মহকুমা প্রশাসনের একটি অংশ অবশ্য দাবি করছে, কার্নিভ্যালে অংশগ্রহণের জন্য যে ফরম্যাটে আবেদন করতে হয়, বুধবার সন্ধ্যা পর্যন্ত তা করেনি লুমিনাস ক্লাব। ফলে হাতে ২৪ ঘণ্টারও কম সময়ে কোনওভাবেই তা আর সম্ভব নয়। অন্যদিকে কলকাতা-সহ বিভিন্ন জেলা মিলিয়ে মোট ৪টি কমিটির জন্য দুর্গারত্ন পুরস্কার ঘোষণা করেছেন রাজ্য পাল সি ভি আনন্দ বোস। কিন্তু রাজ্যপালের সেই পুরস্কার সবিনয়ে ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছে ক্লাব কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version