কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও বিসর্জনের শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বর্ধমান শহরের সেরা পুজোগুলিকে নিয়ে কার্নিভালের আয়োজন করা হচ্ছে বৃহস্পতিবার। কার্নিভালকে কেন্দ্র করে শহরে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

পুলিশ কী জানাচ্ছে?

কার্নিভালের জন্য জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে শহরে যান চলাচলের ওপর নির্দেশিকা জারি। জানা গিয়েছে, মোট ২৭ টি পুজো কমিটিকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে মা কার্নিভালের শোভাযাত্রা। বৃহস্পতিবার বর্ধমান শহরের জিটি রোডের বড় নীলপুর থেকে বর্ধমান পুরসভা পর্যন্ত মা কার্নিভালের শোভাযাত্রা আয়োজিত হবে।

বিশেষ নির্দেশিকা জারি

পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে যানচলাচল নিয়ন্ত্রণের নির্দেশিকা জারি করা হয়। পূর্ব বর্ধমান জেলা পুলিশের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে যে নির্দেশিকা জারি হয়েছে তাতে উল্লেখ আছে আলিশা বাস স্ট্যান্ড থেকে গোলাপবাগ মোড় ভায়া কার্জন গেট বর্ধমান রেলওয়ে ওভার বিরিজ পর্যন্ত জিটি রোডের ওপর দুপুর ১২ টা থেকে কোনও ভারী যানবাহন চলাচল করবে না কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত। একাধিক থিমে এবার নজর কেড়েছিল বর্ধমানের পুজো। তার মধ্যে থেকে বেছে নিয়ে কার্নিভালের শোভাযাত্রা আয়োজিত হবে।

কোথায় যান নিয়ন্ত্রণ

দুপুর ১টা থেকে বাস চলাচলও করা যাবে না, দুপুর ২ টো থেকে চারচাকা গাড়ি ও টোটো চলাচল নিষিদ্ধ, এবং বিকেল ৪ টে থেকে কোনরকম দু’চাকা মোটরসাইকেল যাতায়াত করা যাবে না আলিশা বাস স্ট্যান্ড ভায়া কার্জন গেট রেলওয়ে ওভার ব্রিজ জি টি রোড বরাবর গোলাপবাগ মোড় পর্যন্ত। কার্নিভাল শোভাযাত্রার জন্য বুধবার রাত থেকে এই নির্দেশিকা জারি করা হয়। বৃস্পতিবার সকাল থেকেই জি টি রোডে মাইকিং এর মাধ্যমে প্রচার চালানো হয়। কার্নিভালের শোভাযাত্রা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য এই ব্যবস্থা গ্রহণ করেছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন।

Durga Puja Carnival 2023: রেড রোডে কার্নিভ্যালের আয়োজন তুঙ্গে, মুখ্যমন্ত্রীর কথায় বড় পরিবর্তন
বর্ধমান শহরে চলতি বছরে একাধিক নজরকাড়া থিমের আয়োজন করা হয়েছিল বিভিন্ন পুজোয়। পুজোর চারদিন সেরকম বড় কোনও অপ্রীতিকর দুর্ঘটনা ছাড়াই নির্বিঘ্নে কেটেছে শহরবাসীর পুজো। পূর্ব বর্ধমান জেলায় চলতি বছর মোট ৩৪৫৫ টি পুজো মণ্ডলকে অনুদান দিয়েছে রাজ্য সরকার। তার মধ্যে বর্ধমান সাব ডিভিশনে এবারে পুজোর সংখ্যা ছিল ২৬৮ টা। মায়ানমারের মন্দির থেকে বেনারসের ঘাট, সুন্দরবন থেকে কেদারনাথ মন্দির একাধিক থিম দিয়ে সাজানো হয় মণ্ডপ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version