‘ঘিয়ের কৌটো উলটে দিচ্ছে’
এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সব মন্ত্রীদের ঘরেই যদি রেড করে, তাহলে সরকারে বাকি থাকল কী? এটা নোংরা খেলা, তারা প্যাথলজিক্যাল লায়ার। একটা লোক কারও নামে কিছু বললেই…, যেটা সুপ্রিম কোর্টও বলেঅন্যদিকে বিজেপি নেতা-মন্ত্রীদের বাড়িতে কোনওরকম কেন তল্লাশি হচ্ছে না, সেই প্রশ্নও এদিন সাংবাদিক বৈঠক থেকে তুলতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর প্রশ্ন, ‘একটাও কি বিজেপি নেতাদের বাড়িতে রেইড হয়েছে? একটাও কি বিজেপির মন্ত্রীদের বাড়ি রেইড হয়েছে? একটাও কি বিজেপির ডাকাতদের বাড়ি রেইড হয়েছে? একটাও কি বিজেপির চোরেদের বাড়িতে রেইড হয়েছে?’ছে, যে তদন্ত ছাড়া এভাবে আচরণ করা যায় না।’
‘বিজেপি নেতাদের বাড়িতে কেন তল্লাশি নয়?’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রতিদিনই সকালে আপনারা মন্ত্রী ও নেতাদের বাড়িতে রেড করছেন। পুজোর আগের দিনও মনে হয় রথীনের বাড়িতে রেইড করেছে। বালু (জ্যোতিপ্রিয় মল্লিক) ফরেস্ট মিনিস্টার(বনমন্ত্রী), ওর বাড়িতে রেড করেছে। ববির বউয়ের কাছে কাল শুনছিলাম বাড়িতে চিনির কৌটা উলটে দিচ্ছে, ঘিয়ের কৌটো উলটে দিচ্ছে, তেলের কৌটো উলটে দিচ্ছে। একটা মেয়ের যদি ২৬-৩০ বছর বিয়ে হয়, তাহলে তার ২৬-৩০ বছরের পজোর শাড়ি, সালওয়ার কামিজ থাকবে। ছবি তুলছে ক’টা শাড়ি আছে, ক’টা কসমেটিক আছে।’
প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতিতে ম্যারাথন তল্লাশি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। সকাল থেকেই প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে অভিযানে নামেন ইডি কর্তারা। এদিন ভোরে মন্ত্রী জ্যোতিপ্রিয়র সল্টলেকের বিসি ব্লকের পাশাপাশি দু’টি বাড়িতে হানা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকেরা।
একইসঙ্গে রেশন দুর্নীতিতে মন্ত্রীর আপ্ত সহায়কের বাড়িতেও এদিন সকালে যায় কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। পাশাপাশি রেশন দুর্নীতিতে একত্রে আরও আট জায়গায় শুরু হয় তল্লাশি। বেলেঘাটার এক ব্যবসায়ীর বাড়িতেও হানা দেন ইডি কর্তারা। মন্ত্রীর জোড়া ফ্ল্যাটের পাশাপাশি তাঁর আপ্ত সহায়ক অমিত দে-এর নাগেরবাজারের ফ্ল্যাটেও যান এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের কর্তারা। সূত্রের খবর, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের পিএ-এর তিনটি ফ্ল্যাট রয়েছে। যদিও তিনটি ফ্ল্যাটেই তালা ঝুলতে দেখা যায়। সোশ্যাল মিডিয়ার ছবি বলছে, বর্তমানে শহরের বাইরে কোনও সমুদ্র সৈকতে সপরিবারে ঘুরতে গিয়েছেন তিনি।