দীর্ঘদিনের অসুস্থতা কাটিয়ে দ্বাদশীর দিন কালীঘাটের বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এটা কোনও রাজনৈতিক সাংবাদিক বৈঠক নয়,’ বলে শুরু করেও একাধিক ইস্যুতে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পুর নিয়োগ দুর্নীতি ও রেশন দুর্নীতিতে রাজ্যে একাধিক মন্ত্রীর বাড়িতে ED অভিযান নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী।

ED অভিযান নিয়ে বিজেপিকে নিশানা

রেশন দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে গিয়েছে ED। প্রাক্তন খাদ্যমন্ত্রীর বাড়িতে এখনও চলছে ED-র তল্লাশি অভিযান। বাদ পড়েননি মন্ত্রীর আপ্ত সহায়ক ও সহকারীরা। তাঁদের বাড়িতেও চলছে তল্লাশি। কালীঘাটের সাংবাদিক বৈঠক থেকে এদিন ED অভিযান নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, ‘যখন কোনও কিছু লিমিটলেস হয়ে যায়, তখন কিছু বলতেই হয়। সেই কারণেই আমি এক দেড় মাস পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছি। কিছু কথা বলতে বাধ্য হচ্ছি। আজ জেলায় জেলায় পুজো কার্নিভ্যাল। আগামিকাল কলকাতায় পুজো কার্নিভ্যাল। সব মন্ত্রীরা ব্যস্ত। মানুষ বিজয়া দশমী করতে গিয়ে দেখে বালুর (জ্যোতিপ্রিয় মল্লিক) ঘরে ইডি অভিযান চলছে। সব মন্ত্রীদের বাড়িতেই যদি তল্লাশি চলে, তাহলে আর বাকি থাকল কী! বিজেপি ভাবেছে এভাবে মুখ বন্ধ করা যাবে। এটা খুবই নোংরা রাজনীতি। বিজেপি মিথ্যাবাদীদের দল।’

তদন্ত ছাড়াই ED অভিযান, অভিযোগ মমতার

সুপ্রিম কোর্টের প্রসঙ্গ টেনেও বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বললেন, ‘একটা লোক কারও নামে কিছু বললেই হল। তদন্ত ছাড়াই অভিযান চলছে। সুপ্রিম কোর্টও বলেছে উপযুক্ত প্রমাণ ছাড়া এইসব করা যায় না। প্রত্যেকদিন সকালে কোনও না কোনও মন্ত্রীর বাড়িতে চলে যাচ্ছে। গোটা দেশজুড়ে একই জিনিস চলছে। পুজোর আগের দিনই খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে অভিযান চালিয়েছে। জ্যোতিপ্রিয় এখন বনমন্ত্রী, তাসত্ত্বেও তাঁর বাড়িতে অভিযান চলছে। যা ইচ্ছে তাই করে যাচ্ছে। আমরা প্রশ্ন, একটাও বিজেপি নেতার বাড়িতে কি তল্লাশি হয়েছে? বিজেপির ডাকাতদের বাড়িতে কেন তল্লাশি অভিযান হবে না?’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version