চাঞ্চল্যকর দাবি জ্যোতিপ্রিয়র পিএ-র
শুক্রবার জ্যোতিপ্রিয়র পাশাপাশি তাঁর পিএ অমিত দে-র নাগেরবাজারের একাধিক ফ্ল্যাটে হানা দেয় ইডি। শনিবার অমিতকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়। ম্যারথন জিজ্ঞাসবাদ শেষে অমিত বাইরে এসে সাংবাদিকদের বলেন, ‘দুর্নীতি নিয়ে আমি কিছু জানি না, এই নিয়ে আমাকে কিছু জিজ্ঞেসও করা হয়নি। আমি ওঁর (জ্যোতিপ্রিয় মল্লিক) সঙ্গে সবসময় থাকি। সেই কারণে কিছু জানি কি না, তা জানতে চাওয়া হয়েছে। আমি কিছু জানি না কারণ আমার সময় কিছু হয়নি। আমার মোবাইল সিজ করা হয়েছিল, আজ তা খোলা হয়েছে।’
বাকিবুরকে নিয়ে বিস্ফোরক দাবি
রেশন বণ্টন দুর্নীতি মামলায় চালকল মালিক বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। বাকিবুরকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতেই জ্যোতিপ্রিয় বাড়িতে চলে তল্লাশি অভিযান। ব্যবসায়ীর থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয় প্রাক্তন খাদ্যমন্ত্রী। শনিবার সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে বাকিবুরকে নিয়ে চাঞ্চল্যকর দাবি করেন অমিত। মন্ত্রীর পিএ বলেন, ‘বাকিবুরের সঙ্গে আমার কোনও যোগাযোগ ছিল না। তবে আমি তাঁকে চিনতাম। মন্ত্রীর অফিসে উনি আসতেন। সবাই যেমন আসেন, তেমনই আসতেন। মন্ত্রীর বাড়ি যেতেন কি না বলতে পারব না। কারণ আমি অফিসের কর্মী।’
অমিতরে ফ্ল্যাটে ইডি অভিযান
রেশন বণ্টন দুর্নীতির তদন্তে নেমে শুক্রবার জ্যোতিপ্রিয় আপ্ত সহায়ক অমিত দে-র নাগেরবাজারে তিনটি ফ্ল্যাটে অভিযান চালায় ED। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা যখন ফ্ল্যাটে পৌঁছন তখন অমিত সপরিবারে পুরীতে ছুটি কাটাচ্ছেন। তাঁকে তড়িঘড়ি কলকাতা ফিরে আসার বার্তা পৌঁছে দেওয়া হয়। বিমান ধরে কলকাতা ফিরে আসেন অমিত। বিমানবন্দর থেকে গাড়ি করে অমিত ও তাঁর পরিবারকে নাগেরবাজারে ফ্ল্যাটে পৌঁছয় ইডি। তাঁর তিনটি ফ্ল্যাটে চলে তল্লাশি অভিযান। উল্লেখ্য, শুক্রবার জ্যোতিপ্রিয় প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দে-র হাওড়ার ফ্ল্যাটে তল্লাশি চালান ইডি আধিকারিকরা। অভিজিৎকেও জিজ্ঞাসাবাদ করা হয়। সূত্রের খবর, ইডির জেরার মুখে অমিত দাবি করেছেন, অভিজিৎ মন্ত্রীর পিএ থাকাকালীন যাবতীয় লেনদেন হয়েছে।