রাজ্য সরকারের তরফে সাধারণ মানুষের নূন্যতম তিনটি জিনিস প্রয়োজন। খাদ্য, শিক্ষা এবং স্বাস্থ্য। এর মধ্যে খাদ্য ও শিক্ষামন্ত্রী ( প্রাক্তন) ইতিমধ্যে জেলে গিয়েছেন, ‘রাজ্যের মানুষ দেখতে চায়, এবার স্বাস্থ্যমন্ত্রী কবে জেলে যাবেন’ – এমনই মন্তব্য করে রাজ্য সরকারকে তুলোধোনা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর।

কী বললেন শুভেন্দু?

জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির পর ইডির হাতে যাওয়া একাধিক মোবাইল ও মেরুন ডাইরি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এ বিষয়ে শুভেন্দু বলেন, ‘ধীরে ধীরে অনেক কিছু বেরিয়ে আসবে। শুধু অপেক্ষা করতে হবে। সাধারণ মানুষকে অখাদ্য চাল, গম, বিলি ও ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে চাষিদের ধান কেনার নাম করে কোটি কোটি টাকা কামিয়েছে। শেষ অবস্থা কি হয় দেখতে থাকুন।’ শুভেন্দু আরও বলেন, ‘ মোবাইলগুলি ঘেঁটে দেখেও বোঝা যাবে কতবার উনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কী কথা বলেছেন। তাঁর নির্দেশেই এই দুর্নীতি হয়েছে।’

দিঘায় একাধিক হোটেলের হদিশ

রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পর এবার রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ইডির জালে। শান্তিনিকেতনে তাঁর ‘দোতারা’ অতিথি নিবাসের পর এবার দিঘায় চারটি বিলাশবহুল হোটেল নিয়ে শুরু হয়েছে চর্চা। ইডির হাতে গ্রেফতার হতেই শান্তিনিকেতনে তাঁর ‘দোতারা’ বাড়ির কথা জানা গিয়েছে। শুধু ওই বাড়ি নয়, এবার নিউ দিঘায় চারটি হোটেলের মালিকানা নিয়ে চর্চা শুরু হল।

উল্লেখ্য, ২০১৬-১৭ সালের দিকে নিউ দিঘা হোলিডে হোম ও ভিআইপি রোড সংলগ্ন এলাকায় নতুন বহুতল হোটেল গড়ে ওঠে। একটি পুরানো আর তিনটি হোটেলের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগাযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে। হোটেলগুলি ঝাঁ চকচকে বিলাসবহুল। একটি রুমের ভাড়া ২৫০০ থেকে ৩০০০ টাকা। বর্তমান সরকারের আমলে দিঘায় ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠেছে বহুতল হোটেল। হোটেল গুলির মালিকানা নিয়ে নানা প্রশ্নের মাঝে এবার ইডির হাতে গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের হোটেল নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে।

শান্তিনিকেতন রবীন্দ্রনাথের নামে ফলক

পাশাপাশি, শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের ফলকে নাম নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে। সে বিষয়ে শুভেন্দু বলেন, ‘এই বিষয়ে মন্তব্য করবো না। তাছাড়া তৃণমূলের লোকেরা বলছে বলে সব কথার উত্তর দিতে হবে। কমিটি রয়েছে তাঁরা আলোচনার মধ্যমে কাজ করবে এটা আমি মনে করি।’

Suvendu Adhikari:’এমনি নাটক করছে, কিছু হয়নি’! জ্যোতিপ্রিয়কে নিয়ে মন্তব্য শুভেন্দুর
রবিবার নন্দীগ্রামের সোনাচূড়াতে মনকি বাত অনুষ্ঠানে যোগদেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাম্প্রতিক রেশন বন্টন দুর্নীতি নিয়ে সরকারকে কাঠগড়ায় তোলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version