সোমবার সকালেই ইডি দফতরে হাজির রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক অমিত দে। বিশেষ কিছু নথি জমা দেওয়ার জন্যে তাঁকে ডাকা হয়েছিল বলে জানান অমিত। অন্যদিকে, এদিন সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিকও হাজির দেন ইডি দফতরে। রেশন দুর্নীতি জাল গোটাতে ইডি তৎপরতা বাড়ছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

কী জানা যাচ্ছে?

সোমবার সকালে ইডি দফতরে আসেন জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্তসহায়ক অমিত দে। তিনি জানান, তাঁকে ইডি দফতরে এদিন আসতে বলা হয়। তাঁর বাড়ির একটি দলিল জমা করতে বলা হয়েছে তাঁকে। প্রসঙ্গত, রেশন বন্টন দুর্নীতি মামলায় অমিতদের বাড়িতে ইতিমধ্যেই তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। এর আগে এই বিষয়ে দু’বার সিজিও কমপ্লেক্সে ই ডি দপ্তরে হাজিরাও দিয়েছেন তিনি।

ইডি দফতরে হাজিরা জ্যোতিপ্রিয় দাদার

সোমবার সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা দেবপ্রিয় মল্লিক ইডি দফতরে আসেন। হাতে কিছু নথি নিয়ে তিনি ইডি দফতরে প্রবেশ করেন। বেরোনোর সময় তিনি জানান, জ্যোতিপ্রিয় মল্লিকের বিষয়ে একটি চিঠি জমা দেওয়ার ছিল। এটাই জমা দিতে তিনি ইডি দফতরে এসেছিলেন। তবে কি চিঠি সে বিষয়ে তিনি কিছু জানতে রাজি হননি। দেবপ্রিয় বলেন, ‘এটা বলতে পারবে জ্যোতিপ্রিয় মল্লিক আর ইডি। ইডিকে গিয়ে জিজ্ঞাসা করুন।’

ইডি তল্লাশি

উল্লেখ্য, গত শুক্রবার জ্যোতিপ্রিয় মল্লিকের একাধিক বাড়ির পাশাপাশি অমিত দে-র নাগেরবাজারের একাধিক ফ্ল্যাটে হানা দেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। এরপর শনিবার ফের সিজিও কমপ্লেক্সে তাঁকে ডেকে পাঠানো হয়। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর তিনি জানান, দুর্নীতির ব্যাপারে তিনি কিছুই জানেন না। তিনি যে সময়টুকুর জন্য পিএ ছিলেন, সেই সময় দুর্নীতি সংক্রান্ত কোনও বিষয় ঘটেনি বলে জানান তিনি।

Jyotipriya Mallick Daughter : হাতে নথি নিয়ে সিজিওতে মন্ত্রী কন্যা, সাংবাদিকদের প্রশ্নে হারালেন মেজাজ
বাকিবুরের সঙ্গে যোগাযোগ

রেশন বন্টন দুর্নীতি মামলায় কয়েক সপ্তাহ আগেই মন্ত্রী ঘনিষ্ঠ ব্যাবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে ইডি। তার কাছ থেকে একাধিক তথ্য উঠে আসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। এরপরেই রেশন দুর্নীতির বিষয়ে একাধিক জায়গায় জোরকদমে তল্লাশি শুরু হয়। জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর প্রাক্তন ও বর্তমান আপ্তসহায়কের বাড়িতে জোরকদমে তল্লাশি শুরু হয়। উল্লেখ্য, এর মাঝেই জেল হেফাজতে থাকা বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদ করার জন্যে আদালতের অনুমতি পেয়েছে ইডি।
মনে করা হচ্ছে, যত দ্রুত সম্ভব রেশন বন্টন দুর্নীতির তদন্তের জাল গোটাতে চাইছে ইডি। জ্যোতিপ্রিয় মল্লিক, তাঁর পরিবারের সদস্য, তাঁর সহকর্মীদের কাছ থেকে একের পর এক নথি চেয়ে পাঠাচ্ছে তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যে ইডি দফতরে হাজির দিয়েছেন জ্যোতিপ্রিয় কন্যাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version