৩৩ পূর্ণ করলেন বলিউডের নায়িকা কৃতী। দক্ষিণের ছবি দিয়ে কেরিয়ার শুরু করে ছিলেন কৃতী। রাম চরণ থেকে যশ সবার বিপরীতেই কাজ করেছেন তিনি। বলিউডে তাঁর ডেবিউ ইমরান হাশমির বিপরীতে রাজ রিবুট-এ। এর পর কার্তিক আরিয়ানের বিপরীতে কাজ করলেও রাজকুমার রাও-এর বিপরীতে তাঁর শাদি মে জরুর আনা বেশি সফল এবং এই সিনেমার পর থেকে মুম্বইতে তার জনপ্রিয়তা বারে। ইদানিং তাঁকে কোনও ছবিতে দেখা না গেলেও (Kriti Kharbanda Birthday)। পুলকিত সম্রাটের সঙ্গে তাঁর সম্পর্ক সব সময়ই চর্চায় থাকে। ২০১৯ সাল থেকে পুলকিতের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এদিন কৃতীর জন্মদিনের পার্টিতে পুলকিতের সঙ্গে পোজ দিতে দেখা গেল। আসুন দেখে নেওয়া যাক সেই ভিডিয়ো। বিনোদন দুনিয়ার সমস্ত রকম খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Bengali Video.