রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার সিজিও কমপ্লেক্সে সংবাদমাধ্যমের সামনে ধৃত মন্ত্রী মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যেতেই রাজ্য রাজনীতিতে শোরগোল। জ্যোতিপ্রিয় মল্লিকের মন্তব্য শুনে ক্ষোভপ্রকাশ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

এদিন ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রীকে স্বাস্থ্যপরীক্ষার জন্য নিয়ে যাওয়ার সময় তিনি দাবি করেন, তিনি চক্রান্তের শিকার। তাঁকে বিজেপি ফাঁসিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সব কিছু জানেন বলে দাবি করেন তিনি। জ্যোতিপ্রিয় মল্লিকের এই কথাতেই উষ্মা প্রকাশ করেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বেসরকারি সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কথায় কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম টানার কী আছে! মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায়? খাদ্য মন্ত্রী করেছিল সেটা দোষ? মমতা-অভিষেক সব জানেন মানে কী? ওঁরা কী করে জানবেন? মমতা বন্দ্যোপাধ্যায় কে প্রতিদিন কী করছে সেটা কী করে জানবেন! একটা দফতরের কাজের প্রতিটি ভাগ রয়েছে। একটা ডিপার্টমেন্টাল অফিসার আছে। মন্ত্রী আছে। তাদের আলাদা আলাদা কাজ আছে। সেখানে অত গভীরে জানা সম্ভব! যদিও আমি কখনও মন্ত্রী হইনি। জানিও না কী কী দায়িত্ব থাকে এক মন্ত্রীর।’

এখানেই শেষ নয়, সরাসরি না হলেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় আঙুল তুললেন প্রাক্তন খাদ্যমন্ত্রীর দিকে। কল্যাণ বলেন, ‘এটা সম্পূর্ণ তদন্তের উপর নির্ভর করছে। তদন্তে যদি কেউ দোষী প্রমাণিত হয়, তাহলে এটা সম্পূর্ণ তাঁর দায়। না মমতা বন্দ্যোপাধ্যায়ের না দলের দায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষটা কোথায় তিনি খাদ্যমন্ত্রী করেছেন বলে? আমি নিজেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দল করেছি। কাজ করেছি। তিনি কোনও দিন বেআইনি কাজকে প্রশয় দেননি। এটা আমি নিশ্চিত। এরপরেও কেউ অন্যায় করে তাহলে সে নিজের ইচ্ছেয় সেটা করেছেন বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী। তিনি বিশ্বাস করে কাউকে দায়িত্ব দিলে তার যদি পদস্থলন হয়, সে যদি বেইমানি করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্ব কোথায়!’

Jyotipriya Mallick Daughter: মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিলেন বাবা, দলীয় ষড়যন্ত্রের তত্ত্ব জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনীর গলায়

একুশের পর থেকে এই নিয়ে ইডির হাতে গ্রেফতার দ্বিতীয় মন্ত্রী। নিয়োগ দুর্নীতির পর রেশন দুর্নীতিতে গ্রেফতার বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তাঁর গ্রেফতারির পর তুঙ্গে তরজা দলের অন্দরেই। প্রাক্তন খাদ্যমন্ত্রীকে সমর্থন নিয়েই দলের মধ্যেই নজরে এসেছে দ্বিমত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version