ইডেনের ম্যাচে টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ উঠেছে ইতিমধ্যেই। সেই খবর কানে পৌঁছতেই সিএবি-র তরফে দেওয়া টিকিট ফেরৎ পাঠিয়েদন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর এবার ম্যাচ দেখার ব্যবস্থা করা হল রাজভবনে। সাধারণ মানুষকে রাজভবনে ওয়াইডস্ক্রিনে ম্যাচ দেখার অনুমতি দেওয়া হয়েছে বলে জানান রাজ্যপাল সিভি আনন্দ বোস। ‘ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ’ ভিত্তিতে এই সুযোগ দেওয়া হয়েছে বলে জানান রাজ্যপাল। সকলে মিলে ম্যাচ উপভোগ করা হচ্ছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, ইডেনে বিশ্বকাপের ম্যাচের জন্য সিএবিপ-র তরফে রাজ্যপালকে চারটি টিকিট পাঠানো হয়েছিল। কিন্তু রাজভবন সূত্রে খবর, টিকিট নিয়ে কালোবাজারির অভিযোগ সামনে আসতেই সেই টিকিট ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন রাজ্যপাল। সেই মতো সিএবি-র পক্ষ থেকে পাঠানো টিকিটগুলি ফেরত দিয়ে দেন তিনি। প্রসঙ্গত টিকিট কালো বাজারির অভিযোগে ইতিমধ্যেই বেশকয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্তও করা হয়েছে বেশকিছু টিকিট।

টিকিটের কালো বাজারি নিয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানান, টিকিটের কালোবাজারি অভিযোগ নিয়ে তদন্ত চলছে। সিএবি এবং অনলাইন সংস্থাকে নোটিশও পাঠানো হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু তথ্যও এসেছে পুলিশের হাতে। তবে আরও তথ্য সংগ্রহের প্রয়োজন রয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।

পাশাপাশি ক্রিকেটের উন্নয়নের জন্য নতুন এক পদক্ষেপের কথাও জানালেন রাজ্যপাল বোস। তিনি বলেন, ‘এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে, রাজভবন একটি রাজ্যপাল সেঞ্চুরি গ্রুপ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। সেখানে স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে বাছাই করা এবং গ্র্যান্ড জুরি দ্বারা নির্বাচিত করা এমন একশো জন তরুণকে রাখা হলে, যাদের ক্রিকেটে অসাধারণ সম্ভাবনা রয়েছে। তাদের ভবিষ্যতে ভাল ক্রিকেট খেলোয়াড় হিসাবে গড়ে তোলার জন্য সমস্ত রাজভবন সমস্ত সুযোগ-সুবিধা প্রদান করবে। প্রাথমিকভাবে ১০ হাজার টাকাও দেওয়া হবে।’

প্রসঙ্গত, বাংলার খেলাধূলার উন্নয়নের জন্য বিভিন্ন ধরণের পদক্ষেপ গ্রহণ করে রাজ্য সরকার। সম্প্রতি বাংলার ফুটবলের উন্নয়নের জন্য স্পেন সফরে থাকাকালীন সেখানকার ফুটবল সংস্থা লা লিগার সঙ্গে বৈঠক সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে ছিলেন বাংলার তিন প্রধান ফুটবল দলের কর্তারাও। লা লিগাকে বাংলায় এসে অ্যাকাডেমি তৈরির আহ্বান জানিয়েছেন তিনি। এমনকী লা লিগার কাজের জন্য কিশোর ভারতী স্টেডিয়ামটি দেওয়ার ঘোষণাও করেছেন তিনি। আর এবার রাজ্যপাল করতে চলেছেন ক্রিকেটের উন্নয়নের জন্য পদক্ষেপ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version