এই সময়, ঘোলা: মেয়েদের হোমে অবাধ যাতায়াত পুরুষ ব্যক্তির। নেই হোম চালানোর প্রয়োজনীয় অনুমতি! অভিযোগ পেয়ে রবিবার ঘোলা সোদপুরের মুড়াগাছার ওই হোম পরিদর্শনে আসেন রাজ্য শিশু সুরক্ষা দফতরের প্রতিনিধিরা। যদিও তাঁরা আসার আগেই উধাও ওই ব্যক্তি।
মুড়াগাছা এলাকার একটি তিনতলা বাড়িতেই হোম চলত। মূলতঃ ভিন রাজ্যের আদিবাসী শিশু, কিশোরীদের এনে আশ্রমে রাখার অভিযোগ ওঠে। যাদের দেখভালের দায়িত্বে ছিলেন এক মহিলা। কিন্তু অভিযোগ, ওই হোমে অবাধ যাতায়াত ছিল ওই মহিলার ভাইয়ের। একবছর আগে ওই হোমেই এক নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ ওঠে।
মুড়াগাছা এলাকার একটি তিনতলা বাড়িতেই হোম চলত। মূলতঃ ভিন রাজ্যের আদিবাসী শিশু, কিশোরীদের এনে আশ্রমে রাখার অভিযোগ ওঠে। যাদের দেখভালের দায়িত্বে ছিলেন এক মহিলা। কিন্তু অভিযোগ, ওই হোমে অবাধ যাতায়াত ছিল ওই মহিলার ভাইয়ের। একবছর আগে ওই হোমেই এক নাবালিকার যৌন নিগ্রহের অভিযোগ ওঠে।
এরপর নির্যাতিতাকে অন্য হোমে সরানো হয়। অভিযোগ, কোনও রকম অনুমতি ছাড়ায় নাকি হোমটি চলছিল। শিশু সুরক্ষা দফতর পুরো বিষয়টি খতিয়ে দেখছে। যে হোমে মেয়েদের রাখা হতো সেখানে কেন ওই মহিলার ভাইয়ের অবাধ যাতায়াত ছিল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
যদিও ওই মহিলার কথায়, নাম-সংকীর্তন করতে গিয়ে তিনি অনাথ বাচ্চাদের পেয়েছিলেন। তারপরই এখানে নিয়ে চলে আসেন। তিনি বলেন, ‘হোমের বিরুদ্ধে ওঠা অভিযোগ ঠিক নয়। নিয়ম মেনেই সব কিছু করা হয়।’