এই মুহূর্তে বাংলা থেকে বহুদূরে রয়েছেন অনুব্রত মণ্ডল। গোরু পাচার মামলায় CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন বোলপুরের এই দাপুটে তৃণমূল নেতা। এরপর তাঁকে হেফাজতে নেয় ED। আপাতত তাঁর ঠিকানা তিহাড় জেল।

এই নেতার কালীভক্তির কথা কারও অজানা নয়। প্রত্যেক বছর কালীপুজোর সময় ধুমধাম করে পুজো করেন তিনি। তাঁর বাড়ি থেকে অনতি দূরের একটি পুজোও ‘কেষ্ট কালী পুজো’ হিসেবেই পরিচিত ছিল। আর এই বছর পুজোর তদারকি করতে দেখা গেল কাজল শেখকে। তিনি এই সময় ডিজিটালের মুখোমুখি হয়ে বললেন, “দাদা পুজোয় ভাই গিয়েছিল”।

অনুব্রতর পাড়া বোলপুরের নিচুপট্টি। সেই নিচুপট্টির বারিপুকুরের কালীপুজো কেষ্টকালী নামেই পরিচিত। ৯ বছরের অনুব্রত এই কালীপুজো করার জন্য একবার মার খেয়েছিলেন বাবার হাতে। তাও তিনি কালীপুজো বন্ধ করেননি। সেই থেকেই শুরু হয়েছিল কেষ্টর কালীপুজো। এবারে কালীপুজোর বয়স ৫৬ বছর।

বিগত বছরগুলির মত নিচুপট্টি এলাকার এই পুজো চলতি বছর ৪৫ ফুটের মা কালীর প্রতিমা তৈরি করছে। বর্তমানে এই পুজোর ভার গিয়েছে অনুব্রতর ভাই এবং পাড়া প্রতিবেশীদের হাতে। পুজো কমিটির দাবি, “অন্যান্য বছর যেভাবে কালীপুজো করা হয় সেই রকমই পুজোর আয়োজন হয়েছে এই বারও। তবে কেষ্টদা নেই তাই মন খারাপ সকলেরই। পুজোর প্রতিষ্ঠাতা তিনিই। প্রতি বছর ফিতে কেটে-প্রদীপ জ্বালিয়ে এই পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করতেন। তিনি না থেকেও রয়েছেন।”

চলতি বছরে এই পুজোর বিষয়ে দেখভাল করছেন স্বয়ং কাজল শেখ। অনুব্রত মণ্ডলের ভাই প্রিয়ব্রত মণ্ডল বলেন,”পুজোর প্রস্তুতি দেখতে এসেছিল কাজল। পুজোর উদ্বোধন থেকে সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণেও থাকবেন তিনি ।” অন্যদিকে, এই সময় ডিজিটালকে ফায়েজুল হক ওরফে কাজল শেখ জানান, যেহেতু দাদা নেই তাই ভাই পুজোতে গিয়েছিল।

Kajal Sheikh TMC : কাজল-অনুব্রতর পরিণতি কী? ব্যাঙ্গচিত্রে অভিনব বার্তা টোটো চালকের
উল্লেখ্য, পার্টি অফিসেও প্রতি বছর পুজোর আয়োজন করতেন অনুব্রত মণ্ডল। ঠাকুরকে গয়না পরানো থেকে শুরু করে যাবতীয় প্রস্তুতি নিজের হাতেই করতেন তিনি। তাঁর গ্রেফতারির পর থেকেই এই পুজো কে করবে তা নিয়ে আলোচনা চলছিল। গত বছর দলীয় কর্মীদের উদ্যোগেই অনুব্রত মণ্ডলের পার্টি অফিসের কালীপুজো করা হয়।

এই বছর সেই কালীপুজোর দায়িত্ব কে নেবেন, তা নিয়ে আলোচনা চলছেই। অন্যদিকে, কাজল শেখের অনুব্রত মণ্ডলের কালীপুজো দায়িত্ব নিতে এগিয়ে আসা জেলার রাজনীতির প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version