যুবতীর পচা গলা দেহ উদ্ধার হুগলির বৈদ্যবাটির এক পরিত্যক্ত বাড়ি থেকে। মৃত যুবতীর নাম নীতু কুমারী(২৮) । গত ১৫ দিন ধরে ওই যুবতী নিখোঁজ ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যুবতীর রহসৃত্যুতে বাড়ছে রহস্য।

কী জানা যাচ্ছে?

বৈদ্যবাটিতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ হয় চাঁপদানির বাসিন্দা ওই যুবতী। পনেরো দিন পর দেহ উদ্ধার হল শ্রীরামপুর দে স্ট্রিটের একটি পরিত্যক্ত বাড়ি থেকে। শ্রীরামপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ওয়ালস হাসপাতালে ময়না তদন্তে পাঠায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভদ্রেশ্বর থানার চাঁপদানি ২৭ এস এম রোডের বাসিন্দা নীতু কুমারী (২৮) নবমীর দিন গত ২৩ অক্টোবর মায়ের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন। বৈদ্যবাটি রেলগেটের কাছ থেকে নিখোঁজ হন। ২৬ তারিখ ভদ্রেশ্বর থানায় নিখোঁজ ডায়রি করে যুবতীর পরিবার। পনেরো দিন পর তার পচাগলা মৃতদেহ উদ্ধার হয় শ্রীরামপুরে।

পচাগলা দেহ উদ্ধার

শ্রীরামপুর দে স্ট্রীটে টেক্সটাইল কলেজের পিছনে ঝোপ জঙ্গলে ঘেরা পরিত্যক্ত একটি বাড়ি থেকে গতকাল মৃতদেহ দেখতে পেয়ে পুলিশ খবর দেন স্থানীয়রা। মৃতদেহের কাছে পরে থাকা একটি ব্যাগে যুবতীর আধার কার্ডের জেরক্স ছিল। তা দেখে যুবতীর পরিবারকে খবর দেওয়া হয়। আজ মৃতদেহ শনাক্ত করে পরিবার। যদিও, পুরো ঘটনাটি নিয়ে ঘনিয়েছে রহস্য।

পরিবার কী বলছে?

যুবতীর দাদা কৃষ্ণা রায় বলেন, নিখোঁজ হওয়ার পর পুলিশকে আমরা জানাই। মোবাইল টাওয়ার লোকেশন শ্রীরামপুরে দেখিয়েছিল। তারপর অনেকদিন আর কোনও খোঁজ পাওয়া যায়নি। আজকে থানা থেকে ফোন করে আমাদের ডেকে বলে মৃতদেহ পাওয়া গিয়েছে। তিনি বলেন, ‘আজ দেহের ময়নাতদন্ত হয়নি। আগামীকাল হবে ম্যাজিস্ট্রেটের সামনে। আমরা চাই ঘটনা সত্যিটা কি তা বেরিয়ে আসুক। আমার বোনের মত আর কারও সঙ্গে যেন না হয়।’ যুবতীর রহস্য মৃত্যুতে অভিযোগ দায়ের করেছে তাঁর পরিবার। পুলিশ জানিয়েছে, মৃতদেহ ময়না তদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ।

Murshidabad News : ফের শ্যুটআউট মুর্শিদাবাদে! জমি বিবাদের জেরে চলল গুলি, জখম সবজি বিক্রেতা
স্থানীয় প্রশাসন কী বলছে?

চাঁপদানি পুরসভার সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দারোগা রাজভর বলেন, ‘যুবতীর বাড়ি চাঁপদানিতে। বৈদ্যবাটি থেকে মৃতদেহ উদ্ধার হল শ্রীরামপুরে এখানেই রহস্য।’ তিনি জানান, ওই যুবতীকে জোর করে কেউ নিয়ে গিয়ে মেরে দিয়ে থাকতে পারে। আমরা চাই পুলিশ নিরপেক্ষ তদন্ত করে আসল সত্যিটা উদঘাটন করুক। কেউ দোষী থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version