‘কারার ওই লৌহ কপাট’ নজরুল গীতি নিয়ে বিতর্কের জল গড়িয়েছে রাজনীতির ময়দানেও। নজরুল গীতির সুর ভেঙে নতুন গান সৃষ্টি করেছেন অস্কার জয়ী সুরকার এ আর রহমান। নতুন সুর শুনেই ক্ষেপে লাল নজরুলগীতি অনুরাগীরা। এবার ‘কারার ওই লৌহ কপাট’ এর আধুনিক সংস্করণ নিয়ে সমালোচনায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

কী লিখলেন তিনি?

কুণাল তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘কারার ওই লৌহকপাট গানটির এই বিকৃতি মানা যায় না। সুরকার যত প্রতিষ্ঠিতই হন না কেন। সংশ্লিষ্ট ছবির প্রযোজক, নির্মাতারা গানটিকে অবিলম্বে ছবি থেকে সরান।’ মূলত, নতুন গানের সুর শুনে বাংলা থেকে একাধিক শিল্পীরা এর প্রতিবাদ জানিয়েছেন। অনেকেই বলছেন, নজরুলগীতির সুর বদলে যে নবরূপ দিয়েছেন রহমান, তা অত্যন্ত কদর্য, শ্রবণ যোগ্য নয়।

চটেছেন অনুরাগীরা

উদারপন্থীদেরই অনেকেই বলেছেন, নিরপেক্ষভাবে গানটি শোনা হলেও গানের সুর মোটেও পছন্দ হয়নি তাঁদের। গানটির মধ্যে যে প্রতিবাদী সুর কানে বসে গিয়েছে মানুষের, সেটাকে কোনওভাবেই সম মর্যাদা দিতে পারছে না রহমানের এই গান। বিষয়টি নিয়ে কুণাল ঘোষ বলেন, ‘গানের স্বাধীনতার নামে এটা চলতে পারে না। মূল সুর এবং ভাব অটুট রেখে তাঁরা গানটি ফেরাতে পারেন। কিন্তু যেটা চলছে, সেই ছেলেখেলা অসহ্য।’

বাংলা গানের একাধিক দিকপাল শিল্পী এই গানের বিরোধিতা করেছেন। রাঘব চট্টোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে লোপামুদ্রা মিত্র প্রত্যেকেই এই সুর মেনে নিতে পারেননি। বিষয়টি নিয়ে ইতিমধ্যে প্রতিবাদ জানিয়েছেন কাজী
নজরুল ইসলামের নাতনি অনিন্দিতার কাজী। এমনকি, গানের স্বত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অনিন্দিতা জানিয়েছেন, ২০২১ সালে একটি এগ্রিমেন্ট হয়েছিল, সেটা জানা খুব প্রয়োজন। তাহলে সব বিতর্কের অবসান হবে। যারা চুক্তির বিপক্ষে গিয়ে এই কাজটি করেছেন তাদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

Karar Oi Louho Kopat A R Rahman : নজরুলগীতির অবমাননা! ‘কারার ওই লৌহ কপাট’ গানের স্বত্বের চুক্তিপত্র প্রকাশের দাবি অনিন্দিতা কাজীর

মূলত, পিপ্পা’ নামে একটি সিনেমা রিলিজ হতে চলেছে। সেই সিনেমার কয়েকটি গান সম্প্রতি মুক্তি পেয়েছিল সমাজমাধ্যমে। এই সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান। মোট পাঁচটি গান রয়েছে সিনেমাটিতে। তার মধ্যেই একটি গান হল ‘কারার ওই লৌহ কপাট’। তবে আসল গান থেকে অনেকাংশেই সুর পরিবর্তন করা হয়েছে নতুন এই গানের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version