এই সময়: ২০২৪ লোকসভা ভোটে বিজেপি কি রামচন্দ্রকে সম্বল করেই বাজিমাত করতে চাইছে? তাদের কর্মসূচির ফিরিস্তি দেখে এমনই ধারণা রাজনৈতিক মহলের। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে বিজেপি শিবিরে এমনিতেই সাজসাজ রব। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে আগামী বছর রামনবমীর শোভাযাত্রায় তাক লাগিয়ে দেওয়ার তোড়জোড়ও। গেরুয়া শিবিরের দাবি, আগামী বছর রামনবমী উদযাপনের উন্মাদনা অতীতের সব রেকর্ড ভেঙে দেবে।

বিজেপির এই তৎপরতার মধ্যে ভোটের আগে সাম্প্রদায়িক মেরুকরণের গন্ধ পাচ্ছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর রামনবমীর গায়ে গায়ে লোকসভা ভোট হতে পারে। গেরুয়া শিবির ঠিক করেছে, আগামী রামনবমীতে শুধু পশ্চিমবঙ্গেই এক হাজারের বেশি শোভাযাত্রা বার করা হবে। তারা চাইছে, বাংলার এক কোটি মানুষকে রামনবমীর শোভাযাত্রায় হাঁটাতে।

সেই মতো রাজ্যের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও শুরু করে দিয়েছেন বিজেপি নেতারা। অযোধ্যার রামমন্দিরের সাধুদের বাংলায় নিয়ে এসে রামনবমীর প্রচার চালানোর পরিকল্পনাও আছে তাঁদের। দলের জেলা কমিটিগুলিকে বলা হয়েছে, এখন থেকেই বাড়ি বাড়ি গিয়ে রামনবমীর প্রচার শুরু করে দিতে।

বঙ্গ-বিজেপির এক বর্ষীয়ান নেতার তাৎপর্যপূর্ণ মন্তব্য, ‘২০২৪-এর এপ্রিলে রামনবমী উদযাপন হবে গোটা দেশ জুড়ে। রামের আবেগে ভাসবে কাশ্মীর থেকে কন্যাকুমারী। রামের আবেগে ভেসে যাবে গোটা দেশ। যেখানে বিরোধীদের যাবতীয় বিজেপি বিরোধী প্রচার ফিকে হয়ে যাবে।’

এ সবের আগে ২৪ ডিসেম্বর ব্রিগেডে গীতাপাঠের আয়োজন করা হয়েছে। একসঙ্গে এক লক্ষ মানুষ সেদিন ব্রিগেডে গীতা পাঠ করবেন বলে জানা গিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরও হাজির থাকার কথা অনুষ্ঠানে। এই কর্মসূচির সঙ্গে সরাসরি বিজেপির যোগসূত্র না থাকলেও ২৪ ডিসেম্বর ব্রিগেডে হাজির থাকবেন বিজেপির বহু নেতা-কর্মী।

Suvendu Adhikari: ‘এবার হরকালীর পালা…’, তন্ময় ঘোষের সঙ্গে সঙ্গে দলত্যাগী বিধায়ককেও হুঁশিয়ারি শুভেন্দুর
রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা, রামনবমীর আগে হিন্দুত্বের রাজনীতিতে হাওয়া দিতে বিজেপি নেতারা কৌশলে ব্যবহার করবেন ব্রিগেডের মঞ্চকেও। এই ঘটনার পরম্পরা থেকে অনেকেই ইঙ্গিত পাচ্ছেন, ২০২৪ লোকসভা নির্বাচনে বিজেপির প্রধান অস্ত্র কী হতে চলেছে। দলেরই এক কেন্দ্রীয় নেতার কথায়, ‘হিন্দুত্বের কথা তো আমরা বলিই। উন্নয়ন, সুশাসনের সঙ্গে হিন্দুত্বের কথাও আমরা নির্বাচনী প্রচারে বলব। এ বছর রামনবমীর শোভাযাত্রাগুলি থেকে স্পষ্ট হয়ে যাবে দেশ কী চাইছে। এবং আগামীতে দেশ কোন পথে হাঁটবে।’

রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘আগামী বছর রামনবমীতে রামের কালজয়ী সত্ত্বার আবেগে ভেসে যাবে গোটা দেশ। আরও একবার প্রমাণ হয়ে যাবে, রামই ভারত, ভারতই রাম। তাই রামনবমীকে যারা রাজনীতির রংয়ে রাঙিয়ে দিতে চাইছেন, তাঁরা ভুল করছেন। রামনবমীর শোভাযাত্রার ভিড়ে মিশে যাবেন আমাদের রাজ্যের সাধারণ মানুষ।’

BJP West Bengal : ‘চাকরি করা দুঃসাধ্য হয়ে যাবে’, বিডিওকে হুঁশিয়ারি বিজেপি নেতার, সমালোচনায় তৃণমূল
তৃণমূল অবশ্য মনে করছে, ২০২৪-এর ভোটে নিশ্চিত পরাজয় টের পেয়ে বিজেপি রামচন্দ্রকে আঁকড়ে বাঁচার চেষ্টা করছে। দলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন বলেন, ‘বিজেপির একটাই উদ্দেশ্য, বিভাজনের রাজনীতি করা। আর ভোটের মুখে অন্যান্য সমস্যা থেকে নজর ঘুরিয়ে দেওয়া। রামচন্দ্রকে ব্যবহার করে বিজেপি যে সঙ্কীর্ণ ভোট রাজনীতি করছে, সেটা দেশের মানুষের বুঝতে বাকি নেই।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version