বাংলা ও বাঙালির আবেগ সৌরভ গঙ্গোপাধ্যায়। আর সেই আবেগের সঙ্গে ছিনিমিনি খেললে ‘ছেড়ে কথা বলবে না বাঙালি’। গত বিধানসভা নির্বাচনের সময় জোর জল্পনা উঠেছিল, সৌরভ গঙ্গোপাধ্যায় কি রাজনীতিতে যোগদান করতে চলেছেন? আর এই জল্পনাতেই তোলপাড় হয়েছিল বঙ্গ রাজনীতি। এরপর অবশ্য বিভিন্ন সময় নিজের অবস্থান স্পষ্ট করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি রাজনীতিতে আসতে চান না, সেই কথাও জানিয়েছেন।

কিন্তু, ভক্তরা আর প্রশ্ন নিয়ে কবে রাখঢাক করেছেন। সম্প্রতি দাদাগিরি শোয়ে এসেছিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দেব। আর তিনিই দাদার দিকে প্রশ্ন ছুড়ে দেন, ‘দাদা যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বা দেশের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পান সেক্ষেত্রে কী পরিবর্তন আনবেন?’

আর এই প্রশ্নের জবাবেই সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘ আমাদের এই সমাজে একটা বিষয় রয়েছে যে করে দাও। কিন্তু, এটা এভাবে হওয়া উচিত নয়। তা মানুষের অধিকার।’ তবে রাজনীতিতে পা রাখার যে কোনও ইচ্ছে তাঁর নেই, তা স্পষ্ট করেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘আমার মনে হয় সকলেই সাবলম্বী হওয়া উচিত। বিশেষ করে দরিদ্র শ্রেণির মধ্যে তা থাকা প্রয়োজনীয়। আমার রাজনীতে কোনও আগ্রহ নেই। কোনওদিন রাজনীতি করবও না।’ সৌরভের সংযোজন, ‘যাঁরা আসেন আমার বাড়ি তাঁরা আসতে পারেন। সদিচ্ছায় আসতে পারেন। আমার কোনও আপত্তি নেই।’

উল্লেখ্য, ২০২২ সালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই সেরেছিলেন নৈশভোজও। অমিত শাহের সঙ্গেই সৌরভ গঙ্গোপাধ্যায়র বাড়িতে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ স্বপন দাশগুপ্তের মতো গেরুয়া শিবিরের নেতারা।

Sourav Ganguly : শুধু ভারতেই নয়, পাকিস্তানেও জয়জয়কার সৌরভের! কারণটা জানেন?
এই সাক্ষাৎকার সৌজন্যমূলক বলে দাবি করা হয়েছিল গেরুয়া শিবিরের পক্ষ থেকে। কিন্তু, তা নিয়ে রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে। অন্যদিকে, সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে স্পেন সফরে গিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর বিদেশে গিয়ে শালবনীতে ইস্পাতের কারখানা গড়ার কথা ঘোষণা করেছিলেন সৌরভ।

এই নিয়ে বিরোধীদের মধ্যে কেউ কেউ প্রশ্ন তুলেছিলেন। কেন বিদেশে গিয়ে এই ঘোষণা! তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন গেরুয়া শিবিরের একাংশ। কিন্তু, সৌরভ গঙ্গোপাধ্যায় স্পষ্ট বলেছিলেন, আমি কোথায় যাবে তা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। পাশাপাশি সেই সময় তিনি আবারও স্পষ্ট করেছিলেন, রাজনীতি নিয়ে তাঁর কোনও আগ্রহ নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version