বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে অবরোধ, আন্দোলন নিত্যদিন লেগেই রয়েছে। জেলায়, জেলায় বেহাল সড়ক যোগাযোগ ব্যবস্থা নিয়ে ক্ষোভ জমছে জন সাধারণের মনে। এবার দলের সব সাংসদকে রাস্তা সারাইয়ের ব্যাপারে বিশেষ নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এমনকি, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’তে ফোন করে অনেক জেলার বাসিন্দারাই রাস্তা নিয়ে অভিযোগ করেছেন। কানে এসেছে মুখ্যমন্ত্রীর। বিশেষত, মালদায় রাস্তা খারাপ থাকার কারণে অ্যাম্বুল্যান্স না পেয়ে গৃহবধূর মৃত্যুর ঘটনার পর কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।

রাস্তা নিয়ে ক্ষোভ

গত শুক্রবার মালদা জেলার বামনগোলার মালডাঙা এলাকায় এক গৃহবধূর মৃত্যু হয় বেহাল রাস্তায় তাঁকে অ্যাম্বুল্যান্স করে হাসপাতালে নিয়ে যেতে না পারার জন্য। বিষয়টি নিয়ে বিস্তর জলঘোলা তৈরি হয়। তৃণমূল, বিজেপি একে অপরের উপর দোষ চাপাতে শুরু করে। এলাকায় পঞ্চায়েত প্রধান, বিধায়ক কোন দলের, রাস্তা সারাই কার দায়িত্বে পড়ে, সে নিয়ে বিবাদে জড়ান উভয় শিবিরের নেতৃত্বরা। গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নতিকরণের উপরেই সেখানকার আর্থিক উন্নয়ন নির্ভর করে। সেই বিষয়টিকে মাথায় রেখেই এদিন গ্রামে গ্রামে রাস্তা সারাইয়ের ব্যাপারে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বলেই জানাচ্ছেন অনেকে।

কী জানালেন মুখ্যমন্ত্রী?

এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মেগা সমাবেশ থেকে সমস্ত সাংসদদের রাস্তা নির্মাণ ও সারাইয়ের ব্যাপারে বিশেষ নজর দিতে বলেন তিনি। মমতা বলেন, ‘গ্রামীণ রাস্তা গুলো খারাপ হয়ে গিয়েছে। মানুষের দুঃখ আছে। আমরা নিজেদের থেকে ১১ হাজার রাস্তা নতুন করে করেছি। আমার যাঁরা সাংসদ আছে, তাঁদের বলবো, অন্য কিছু না করে শুধু গ্রামীণ রাস্তা করুন।’
এরপরেই মমতা জানান, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ পরিষেবায় ফোন করে অনেকেই নিজস্ব এলাকার রাস্তার ব্যাপারে অভিযোগ জানিয়েছেন। সেই সমস্যা দূরীকরণে মমতা বলেন, ‘আমি রাজ্যসভার সাংসদ তহবিল থেকে ৫৪ কোটি টাকা রাস্তা করার জন্য দিয়েছি।’ পাশাপাশি, তিনি আরও জানান, বিদ্যুৎ দফতর থেকে ১৭ কোটি টাকা অতিরিক্ত আয় এসেছে। সেই টাকাও রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছে।

Mamata Banerjee News: ‘ওদের ৮ জনকে জেলে ভরব’, বিজেপিকে হুঁশিয়ারি মমতার
উল্লেখ্য, গত মার্চ মাসে জেলায় জেলায় রাস্তা মেরামতি এবং নতুন রাস্তা নির্মাণের জন্য ‘পথশ্রী’ প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। রাজ্য জুড়ে মোট ১২ হাজার কিমি রাস্তা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। কিছু জায়গায় সেই প্রকল্পের বাস্তবায়ন হলেও একাধিক জায়গায় সড়ক যোগাযোগ ব্যবস্থা বেহাল হয়ে পড়ে রয়েছে বলে দাবি করেন বিরোধীরা। পথশ্রী প্রকল্প চালু হলেও সড়ক যোগাযোগ ব্যবস্থার অবনতি নিতে বিরোধিতা করেছিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version