কলকাতায় শাহি সভা নিয়ে উত্তেজনা গেরুয়া শিবিরে। তার আগেই একাধিক জায়গা সভার সমর্থনে পোস্টার ছিঁড়ে দেওয়া, সভার দিন বিজেপি কর্মীদের বাধা প্রদানের খবর উঠে আসছে একাধিক জেলা থেকে। এবার পালটা হুঁশিয়ারি শোনা গেল বিজেপি বাঁকুড়া জেলার ওন্দা বিজেপি বিধায়কের গলায়। ‘ কলকাতা চলো’ কর্মসূচিতে কেউ বাধা দিলে তাঁকে বা তাঁদেরকে ‘গঙ্গায় চোবানোর’ নিদান দিলেন বিধায়ক। তাঁর মন্তব্যে শুরু বিতর্ক। প্রতিবাদ স্থানীয় তৃণমূল নেতৃত্বের।

কী জানা যাচ্ছে?

‘কলকাতা চলো’ কর্মসূচির প্রচারে বিতর্কিত মন্তব্য করেছেন শোনা গেল ওন্দার বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখাকে। আগামী ২৯ নভেম্বর কলকাতার সভায় যাওয়ার পথে তৃণমূল কর্মীরা পথ আটকালে তাঁদের ‘টুঁটি ধরে বাসে তুলে গঙ্গার জলে চোবানোর’ নিদান দিয়ে বিতর্কে জড়ালে অমরনাথ শাখা। কলকাতার সভায় লোক হবে না জেনে আগেভাগেই প্রলাপ বকছে বিজেপি নেতৃত্ব বলে কটাক্ষ তৃণমূলের।

কোন মন্তব্যে বিতর্ক?

এর আগে বিভিন্ন সময়ে ‘উস্কানিমূলক’ মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এবার নতুন বিতর্ক তাঁর মন্তব্যে। গতকাল রাতে বাঁকুড়ার ওন্দা ব্লকের পুঞ্চা শিবতলা এলাকায় ২৯ নভেম্বর কলকাতা আয়োজিত সমাবেশের প্রস্তুতি সভা করে বিজেপি। এই সভায় অমরনাথ শাখা বক্তব্য রাখতে উঠে বলেন, ‘শোনা যাচ্ছে আমাদের সেই সভায় যাওয়ার ক্ষেত্রে কোথাও কোথাও বাধা দেওয়া হতে পারে। কোথাও আমাদের বাধা দেওয়া হলে আপনাদের বলে রাখছি, বাস থেকে নেমে টুঁটি ধরে বাধাদানকারীদের বাসে তুলবেন। আর কলকাতায় গঙ্গার জলে নিয়ে গিয়ে চুবিয়ে দেবেন। এক গালে চড় মারলে আরেক গালে এমন কামড় দেবেন যে গাল থেকে যেন মাংস উঠে আসে।:

কী বলেছেন বিধায়ক?

প্রকাশ্য সভায় বিজেপি বিধায়ক তথা বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি অমরনাথ শাখার এমন মন্তব্যে রীতিমত বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অমরনাথ শাখার যুক্তি, কোনও উস্কানিমূলক বক্তব্য তিনি দেননি। এর আগের কলকাতা সমাবেশে যোগ দিতে যাওয়ার অভিজ্ঞতা তাঁদের ভালো নয়। বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের কলকাতায় যেতে বাধা দেওয়া হয়েছিল। স্টেশন থেকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এবার তাই কর্মীদের আগে থেকেই সচেতন করে দেওয়ার জন্যই ওই মন্তব্য করেছেন।

Bharatiya Janata Party : তৃণমূলকে নিশানায় ঝাঁজ থাকে কেমন? নজরে শাহি-বার্তা
তৃণমূল কী বলছে?

তৃণমূল অবশ্য বিধায়কের এই বক্তব্যকে কটাক্ষ করতে ছাড়েনি। তৃণমূলের দাবি, বিজেপির কলকাতার সমাবেশে লোক হবে না। তা বুঝতে পেরে আগে থেকেই এই সমস্ত প্রলাপ বকতে শুরু করেছে বিজেপি। তৃণমূল বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, ‘কে ওদের লোককে আটকাবে। অমিত শাহর মিটিংয়ে যাওয়ার জন্য লোক পাবে ওঁরা? লোক পেলে তবে তো আটকাবে। এসব ভুলভাল মন্তব্য করছেন লোক না জোগাড় করতে না পারার জন্য।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version