জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া (India Squad For South Africa Tour)। নেলসন ম্য়ান্ডেলার দেশে আগামী ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত থাকবে টিম ইন্ডিয়া। দুই দেশ তিনটি টি-২০, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বিশ্বকাপের রিভিউ বৈঠক করেছে বিসিসিআই। নয়াদিল্লিতে বসেই আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের দলও বেছে নেওয়া হয়েছে। বিরাট কোহলি ও রোহিত শর্মা (Virat Kohli and Rohit Sharma) বোর্ডের কাছে অনুরোধ করেছিলেন যে, তাঁদের যেন আপাতত সাদা বলের ক্রিকেটে ভাবা না হয়। বোর্ড তাঁদের অনুরোধেই সম্মতি দিয়েছে। বিরাট-রোহিত হয়তো আগামী দিনে টি-২০ ক্রিকেট নাও খেলতে পারেন, এমনটাই শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। সাদা বলের ক্রিকেটে তাঁদের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা জল্পনা। আর এসবের মাঝেই সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly) কলকাতায় বসে ‘রো-কো’ জুটিকে নিয়ে বড় কথা বলে দিলেন।
আরও পড়ুন: R Ashwin: ‘ধোনি শ্রেষ্ঠ, কিন্তু…’ অশ্বিনের চোখে এগিয়ে রোহিত! বোঝালেন পয়েন্ট ধরে ধরে
দেশের সর্বকালের অন্য়তম সেরা অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতির কাছে প্রশ্ন ছিল যে, আগামী দিনে কি বিরাট-রোহিত টি২০আই খেলবেন? কবে আবার তাঁদের দেখা যাবে সাদা বলে? সৌরভের উত্তর হৃদয় জয় করে নিয়েছে। শুক্রবার শহরের এক ইভেন্টে এসে মহারাজ বলেন, ‘আন্তর্জাতিক টি২০ ফরম্য়াটের জন্য় ওরা একদম ফিট। আপনারা দেখেছেন যে, বিরাট কোহলি ও রোহিত শর্মা বিশ্বকাপে কী অসাধারণ খেলেছে। ওরা ভারতীয় দলের গুরুত্বপূর্ণ ও অবিচ্ছেদ্য় অঙ্গ। দ্বিপাক্ষিক সিরিজ আর বিশ্বকাপ আলাদা। কারণ সেখানে চাপও আলাদা। আশা করি ছয়-সাত মাস পর ওরা ওয়েস্ট ইন্ডিজে নিজেদের সেরা ফর্মেই থাকবে।’
বিরাট-রোহিতের ব্রেকেও ভীষণ খুশি সৌরভ। তাঁর সংযোজন, ‘ব্রেক নিয়ে একদম ঠিক করেছে ওরা। এখন সবসময় প্রচুর ক্রিকেট। আমি ভাবতেও পারি না যে, ১৯ নভেম্বর ভারত বিশ্বকাপ ফাইনাল খেলল অস্ট্রেলিয়ার সঙ্গে, আর তার তিনদিনের মধ্যে একই দলের বিরুদ্ধে টি২০ সিরিজ খেলছে। সবসময় নিজেকে তৈরি রাখা সহজ নয়। বিশ্বকাপের চাপ ও চাহিদা একেবারেই আলাদা। আমি খুশি যে ওরা ব্রেক পেয়েছে। ওরা টেস্ট সিরিজে তরতাজা হয়ে ফিরবে। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ রয়েছে। তারপর আইপিএল ও টি২০ বিশ্বকাপ। ফলে নন-স্টপ ক্রিকেট। ওরা সতেজ হয়ে ফিরে পারফর্ম করতে থাকবে।’ সদ্য় শেষ হওয়া কাপযুদ্ধে সর্বাধিক রান করেছিলেন বিরাট (১১ ম্য়াচে ৭৬৫ রান), দুয়ে ছিলেন রোহিত (১১ ম্য়াচে ৫৯৭ রান)। তাঁরা নিজেদের সেরাটাই নিংড়ে দিয়েছিলেন। তবে আপাতত দেশের দুই মহারথী বিদেশে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন।
আরও পড়ুন: AB de Villiers: সিংহের দেশে ভয়ংকর হবেন এই ভারতীয়, বিরাট ভবিষ্যদ্বাণী প্রোটিয়া কিংবদন্তির
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)