ফের কলকাতা মেট্রোয় বিভ্রাট। পার্কস্ট্রিট মেট্রো স্টেশনের কাছে যান্ত্রিক গোলযোগ। সেন্ট্রাল থেকে পার্কস্ট্রিট এবং রবীন্দ্র সদন থেকে পার্কস্ট্রিট পর্যন্ত মেট্রো একটি লাইন দিয়ে যাতায়াত করানো হচ্ছে। মঙ্গলবার সকালে মেট্রোর বিভ্রাটের জেরে অসুবিধা পড়তে হবে যাত্রীদের।

কী জানা যাচ্ছে?

মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে, যান্ত্রিক গোলযোগের কারণে পার্ক স্ট্রিট থেকে মেট্রো রেক সেন্ট্রাল স্টেশন পৌঁছচ্ছে। তারপর সেন্ট্রাল থেকে পার্কস্ট্রিট মেট্রো রেক ছাড়া হচ্ছে। যে কারণে সাধারণ সময়ের থেকে অনেকটাই দেরিতে মেট্রো চলাচল করছে। আর এতেই চরম সমস্যা তৈরি হয়েছে যাত্রীদের জন্য। সমস্ত মেট্রো অত্যন্ত ধীরগতিতে চালানো হচ্ছে, এমনকি বিভিন্ন স্টেশনে মেট্রো দাঁড়িয়ে রয়েছে।

মেট্রো কী জানাচ্ছে?

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, একটি বড় ধরনের সমস্যা হয়েছে। পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের কাছে বিদ্যুৎ সংযোগের সমস্যা দেখা দিয়েছে। যে কারণেই দুটি লাইনে একসঙ্গে মেট্রো চলাচল করতে পারছে না। একসঙ্গে দুটি লাইনে মেট্রো চলাচলে লোড টানতে পারছে না। যে কারণে একটি লাইন দিয়ে মেট্রো আপ ডাউন করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কারণে নির্ধারিত সময়ের থেকে অনেক দেরি করে আপ এবং ডাউন লাইনে মেট্রো চলাচল করছে। মেট্রো রেলের আধিকারিকরা এবং ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে পৌঁছেছেন। দ্রুত মেট্রো পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে।

জানা গিয়েছে, সকাল সওয়া দশটা নাগাদ এই বিদ্যুৎ বিভ্রাট হয়। হঠাৎ করেই পার্ক স্ট্রিট মেট্রো রেকে বিদ্যুৎ বিভ্রাট তৈরি হয় বলে জানা গিয়েছে। এরপর থেকেই অফিস টাইমে চরম ভোগান্তিতে পড়েছেন অফিস যাত্রীরা। পূর্ব কোনও ঘোষণা ছাড়াই মেট্রো চলাচল ব্যহত হওয়ায় সমস্যার মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদের।

Kolkata Metro : সল্টলেকে আইটি সেন্টার মেট্রো স্টেশনের কাজ চলছে জোরকদমে, কী কী সুবিধা পাবেন যাত্রীরা?
উল্লেখ্য, সোমবারও এই লাইনে মেট্রোয় বিভ্রাট তৈরি হয়। দমদম থেকে কবি সুভাষগামী একটি রেক শোভাবাজার ছাড়তেই আগুনের ফুলকি দেখতে পান মেট্রোর যাত্রীরা। এরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্টেশনে ধোঁয়ায় ভরে যায়। হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। কিছুক্ষণ পর মেট্রো তেলের তরফে যাত্রীদের মেট্রোতে ওঠার জন্য জানানো হয়। বেশ কিছুক্ষণ পর মেট্রো গন্তব্যস্থলের দিকে রওনা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version