তাঁর ‘ওহ লাভলি’-র ভক্ত রয়েছে রাজ্যজুড়ে। রাজনীতির ময়দান থেকে অভিনয়, সবক্ষেত্রেই তিনি ষোলোআনা দক্ষ। কিন্তু, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রই এখন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে খবর। তবে সঙ্গটমুক্ত নয়।

কী হয়েছে মদন মিত্রের?

গত ৪ ডিসেম্বর ফুসফুসের সংক্রমণ নিয়ে SSKM হাসপাতালের উডবার্নে ভর্তি হন মদন মিত্র। এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন তিনি। কিন্তু, গত বৃহস্পতিবার রাতে আচমকাই তাঁর রক্তচাপ বেড়ে যায়। শুরু হয় খিঁচুনিও। সেই সময় অনেকেই তাঁকে ধরেন, পরিজনরা যে কোনও ভাবে তাঁকে স্বাভাবিক করার চেষ্টা করেন। সূত্রের খবর, সেই সময়ই কোনওভাবে তাঁর বাম হাতে চোট লাগে এবং পরবর্তীতে দেখা যায় তাঁর বাম হাত ভেঙে গিয়েছে। এরপর তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাঁকে তড়িঘড়ি পিজি মেন ব্লকের ক্রিটিক্যাল কেয়ারে নিয়ে যাওয়া হয়।

এখন কেমন আছেন মদন মিত্র?

বিধায়কের পরিবার জানাচ্ছে, শুক্রবার হাতের জন্য বিস্তর ব্যথা পেয়েছেন তিনি। এর আগে ২০১৫ সালে মাত্র কিছু সেকেন্ড খিঁচুনি হয়েছিল মদন মিত্র। কেন নতুন করে খিঁচুনি হল তাঁর? তা নিয়ে উঠছে প্রশ্ন।

তবে তাঁর রক্তচাপ অনেকটাই নিয়ন্ত্রণে আনা গিয়েছে। পাশাপাশি সিটি স্ক্যান এবং এমআরআই করার জন্য নির্দেশও দিয়েছেন চিকিৎসকরা। জানা যাচ্ছে, তাঁর হাতের অস্ত্রোপচার করা হতে পারে। পাশাপাশি রাজ্যের প্রাক্তন মন্ত্রীর চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে। যেখানে রয়েছেন ক্রিটিক্যাল কেয়ার, এন্ডোক্রাইনোলজি, হার্ট, অস্থি, নেফ্রোলজি বিভাগের বিশেষজ্ঞরা।

’২৪-এ ফেলে দেবো, ২৫-এ মেরে দেব’, বদলা হবে হুমকি মদন মিত্রর

শ্বাসকষ্ঠের সমস্যা এখনও তাঁর রয়েছে। এদিকে বিধায়কের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগে পরিবার। মদন ঘনিষ্ঠ এক ব্যক্তির কথায়, ‘দাদার জন্য সকলেই প্রার্থনা করছেন। এতদিন দাদাকে কখনও এভাবে দেখিনি। স্বাভাবিকভাবেই চিন্তাটা আরও বেড়ে যাচ্ছে।’

Madan Mitra : অবস্থার অবনতি! SSKM-এর উডবার্ন থেকে CCU-তে নিয়ে যাওয়া হল মদনকে
উল্লেখ্য, রাজনীতির ময়দানে দাপিয়ে বেড়ানোর পাশাপাশি মদন মিত্র সম্প্রতি সিনেমা জগতেও নাম লিখিয়েছিলেন। হরনাথ চক্রবর্তী পরিচালিত ওহ লাভলি সিনেমাতে কাজ করেছেন তিনি। এই ছবিতে নায়িকার বাবার ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে।

পাশাপাশি গানও করেছেন মদন মিত্র। ভোটের আগে তিনি বিরোধীদের বিঁধে একটি গানও গেয়েছিলেন। সেই গানটি সুপারহিট হয়। কিছুদিন আগেই তাঁর বাড়িতে CBI তল্লাশি হয়। সেই সময় BJP-কে বিঁধে সরব হয়েছিলেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version