গ্রামের অবুঝ মানুষের কাছে বুঝিয়ে-সুজিয়ে খোলান হতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বদলে কিছু অর্থ উপায়ের রাস্তা দেখানো হতো। সেই অ্যাকাউন্ট থেকে চলত লাখ লাখ টাকার লেনদেন। মূলত, কালো টাকা সাদা করার প্রক্রিয়া চলত সেই অ্যাকাউন্টগুলি থেকে। গ্রামের বাসিন্দারা ঘুণাক্ষরেও টের পেতেন না এই অবৈধ কর্মকাণ্ড। এরকমই একটি চক্রের সন্ধান মিলল বহরমপুরে। গ্রেফতার এক বিজেপি নেতা সহ দুই।

কী জানা যাচ্ছে?

কালো টাকা সাদা করার অভিযোগে বহরমপুর থানার পুলিশি অভিযানে বীরভূম থেকে গ্রেফতার এক বিজেপি নেতা সহ দুই ব্যক্তি। ধৃতদের নাম কার্তিক রাজবংশী ও জীবন আহমেদ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় ৩৩টি এটিএম কার্ড ও কয়েক লাখ টাকা। এই চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত কিনা সে ব্যাপারে তদন্ত চালাচ্ছে পুলিশ। কালো টাকার উৎস নিয়েও ঘেঁটে দেখা হচ্ছে।

পুলিশ কী জানাচ্ছে?

পুলিশ সূত্রে খবর, বহরমপুর থানার পুলিশ কালো টাকা সাদা করার এক চক্রের সন্ধান পায়। তারপর তারা গোপন সূত্রে জানতে পরে, গ্রামগঞ্জের মানুষদের দীর্ঘদিন ধরে ভুল বুঝিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলানো হতো। তারপর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে চলতে লাখ লাখ টাকার লেনদেন। যা ব্যাঙ্কের গ্রাহকরা টেরও পেত না।

কী ভাবে চলত এই প্রতারণা?

গ্রাহকরা যাতে লেনদেন টের না পায় তার জন্য ব্যাঙ্কের পাস বই গ্রাহকদের কাছেই রেখে দিত চক্রান্তকারীরা। অন্যদিকে, চক্রান্তকারীরা তাঁদের নিজেদের কাছে এটিএম কার্ড ও চেক বই রেখে দিত। বহরমপুর থানার পুলিশ রঘুনাথগঞ্জের ওমরপুর এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করে। এরপর বহরমপুর থানার পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে বীরভূমে অভিযান চালায়। কালোটাকা সাদা করা চক্রে জড়িত বীরভূমের বিজেপি নেতা প্রিয়তোষ মণ্ডলকে পুলিশ গ্রেফতার করে।

Jobs In West Bengal : শুভেন্দুর পাড়ায় বিরাট অনলাইন প্রতারণা, চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা উধাও! বিপদে যুবক
রাজ্যে একের পর এক প্রতারণা চক্রের হদিশ মিলছে নিত্যদিন। কখনও সাইবার ক্রাইম আবার কখনও ব্যাঙ্কের অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়ে প্রতারণা। একাধিক অপরাধী চক্র কাজ করছে সারা বাংলা জুড়ে। অনেক ক্ষেত্রেই নিজেদের নির্বুদ্ধিতার জন্য ঠকতে হচ্ছে সাধারণ মানুষকে। পুলিশের তরফে একাধিক বিষয়ে সতর্ক করা হলেও প্রতারকরা নানান কায়দায় বিভিন্ন চ্ক্র চালিয়ে যাচ্ছে। সেরকমই এক নতুন প্রতারণা চক্রের হদিশ মিলল এবার বহরমপুরে। গোটা ঘটনায় আর করা যুক্ত, কী ভাবে চলত এই চক্র, তা খতিয়ে দেখা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version