পাহাড়ের ঢালে বসানো ছোট্ট দরজা। পাশে দু’টো জানলা। বাড়ির বাকি অংশ মাটির নীচে। এমনই একটা দরজা খুলে বেরিয়ে এসেছিল বিলবো ব্যাগিন্স। দেখতে মানুষের মতো হলেও মানুষ নন—হবিট। ছবির মতো সাজানো গ্রামের সব ক’টা বাড়িই ভূগর্ভস্থ। এখানেই তো একদিন এসে হাজির হয়েছিল জাদুকর গ্যান্ডাল্ফ।

তার পর? জন টোলকিনের লেখা অবলম্বনে তৈরি ‘দ্য হবিট এবং দ্য লর্ড অফ দ্য রিংস’ সিরিজ়ের মোট ছ’টি ছবি সিনেমার দুনিয়ায় বহু রেকর্ড ভাঙচুর করেছে। গল্প পড়ে এবং পরে রুপোলি পর্দায় দেখে অন্তত একবার হবিটদের গ্রামে যাওয়ার ইচ্ছা হয়নি, এমন খুদে পাওয়া মুশকিল। শুধু ছোটরা কেন, বড় হওয়ার পরেও যাঁদের মন থেকে রূপকথার রেশ কাটেনি, তাঁদের মনেও কি এমন ইচ্ছা জাগে না?

‘হবিটদের গ্রাম’ আছে। হবিটরা না থাকলেও আছে। খুব দূরেও নয়। পুরুলিয়া জেলার বরাভূম স্টেশনের কাছে সোনকপি ও টিকরটাঁড় গ্রামের মাঝে তৈরি হয়েছে এমন গ্রাম। পুরোপুরি পর্যটকদের কথা মাথায় রেখে এমন একটি গ্রাম তৈরি করেছেন পর্যটন-ব্যবসায়ী বরুণদেব ভট্টাচার্য।

অতীতে পুরুলিয়াতেই ‘টং হাউজ়’ নামে গাছের টংয়ে ঘর তৈরি করে সেখানে পর্যটকদের থাকার ব্যবস্থা করে সবাইকে অবাক করে দিয়েছিলেন বরুণদেব। এ বার বরাভূম ও সংলগ্ন এলাকায় অত্যন্ত জনপ্রিয় অ্যাডভেঞ্চার ট্যুরিজ়মকে মূলধন করে নতুন চমকের পরিকল্পনা তাঁর। মাটির নীচে বাসযোগ্য ঘর বাংলায় সম্ভবত এই প্রথম।

ফ্যান্টাসি মুভি নিয়ে আগ্রহীরা খবর রাখেন, নিউ জিল্যান্ডে মাটা মাটা নামের একটি গ্রামের মাওরি বাসিন্দারা এমন ভাবেই ভূগর্ভস্থ ঘর তৈরি করে বসবাস করেন। কিন্তু কোথায় নিউ জিল্যান্ড আর কোথায় পুরুলিয়া! গ্রীষ্মকালে পুরুলিয়ার প্রবল গরমে কি এই ঘর আদৌ বাসযোগ্য থাকবে?

Murshidabad Tourist Spot : নব কলেবরে সাজছে কিরীটেশ্বরী মন্দির! কী কী উদ্যোগ নিচ্ছে সরকার? জানুন বিশদে
বরুণদেব বলেন, ‘আমরা এর আগে নানা রকম থাকার জায়গা তৈরি করে দেখেছি, পুরুলিয়ার গরমকে ম্যানেজ করা সত্যিই কঠিন। এসি ছাড়া হয় না। কিন্তু মাটির নীচে ঘর হলে গরমে অসুবিধা হয় না। শীতেও আরামদায়ক লাগে। হবিটদের বাড়ি থেকেই এই আইডিয়া।’

যে অঞ্চলে এই ‘হবিট গ্রাম’ তৈরি হয়েছে, সেখান থেকে টাউরি নালা খুব কাছে। ওই নালায় ট্রেকিং এবং তার সঙ্গে বাটলি ধাঁধির গুহায় অভিযান অ্যাডভেঞ্চারপ্রিয়দের অত্যন্ত পছন্দের। এ বার তার সঙ্গে জুড়ছে বিলবো, ফ্রোডো, স্যাম, পিপিনের মতো মাটির নীচে বাড়িতে থাকার সুবিধা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version