দিঘা, মন্দারমণি,তাজপুর সহ বিভিন্ন পর্যটন কেন্দ্রে শীতের মরশুমে পর্যটকদের জন্য লোভনীয় অফারের কথা তুলে ধরে বিজ্ঞাপন দেওয়া হয়। আদতে সেই বিজ্ঞাপনের কিছু অংশ বড় ফাঁদ। আর এই ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদে পা দিয়ে লাখ লাখ টাকা খোয়াচ্ছেন পর্যটকরা।
কেউ যাতে সাইবার প্রতারণার ফাঁদে পা না দেন সেই জন্য পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষ সাইবার সচেতনার প্রচারে নামতে চলেছে। বড়দিনের আগে পর্যটনকেন্দ্রগুলিতে মাইকিং ও লিফলেটের মাধ্যমে পর্যটক থেকে ব্যবসায়ীদের সচেতন করা হবে। ইতিমধ্যে জেলা পুলিশ প্রশাসনের তরফে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করা হয়েছে। এই বৈঠকে যেমন জেলা পুলিশের অ্যাপ নতুন করে চালুর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেমনি সাইবার প্রতারণা প্রতিরোধের সচেতনতা মূলক প্রচারের ব্যবস্থা করা হচ্ছে।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দিঘায় আগত পর্যটকরা বিভিন্ন সময় এই ধরনের প্রতারণার বিষয়ে অভিযোগ জানান। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখে দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করা হয়। অ্যাপের মাধ্যমে অভিযোগ জমা করা যাবে। ফলে অনেকটাই সুবিধা হবে সাধারণ মানুষের। পাশাপাশি বর্তমান সময়ে যেভাবে সাধারণ মানুষ সাইবার প্রতারণার শিকার হচ্ছেন তা প্রতিরোধ করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। অফিসাররা যেমন তৎপর হচ্ছেন তেমনি সাধারণ মানুষকেও সচেতন করার জন্য লাগাতার প্রচার অভিযান করা হবে পুলিশের তরফে।
দিঘার হোটেল অ্যাসোশিয়েশনের অন্যতম সদস্য বিপ্রদাস চক্রবর্তী বলেন, ‘হোটেল ব্যবসায় আগের থেকে অভিযোগ অনেক কম। আমরাও চাই যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত তাদের চিহ্নিত করে প্রশাসন যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। পুলিশ ও প্রশাসনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। সেই বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সমস্ত সিদ্ধান্ত বাস্তবায়ণ করার জন্য হোটেল ব্যবসায়ীরা পুলিশের সঙ্গে রয়েছে।’