লোকসভা সংসদ পদ খারিজ হয়েছে মহুয়া মিত্রের। লোকসভা নির্বাচনে এই ইস্যু নিয়ে জোর চর্চা গোটা কৃষ্ণনগর জুড়ে। তবে এর মাঝেই, জন সাধারণের মধ্যে ছড়িয়েছে আরও একটি প্রশ্ন। মহুয়া মৈত্রের সংসদ পদ খারিজের পর তাঁর এমপি ল্যাডের টাকা কী আদৌ খরচ হবে? সংসদ তহবিলের টাকায় উন্নয়নের কাজ কী স্তব্ধ হয়ে যাবে? কী হবে সেই অর্থের। নিজেই তাঁর জবাব দিলেন মহুয়া মৈত্র।

মহুয়া কী বললেন?

একটি ফেসবুক লাইভ করে মহুয়া মৈত্র জানান, তাঁর সাংসদ তহবিলের সমস্ত টাকার কাজ ইতিমধ্যে একাধিক জায়গায় চলছে। একাধিক জায়গায় কাজের টেন্ডার হয়েছে। ফলত, গত ১ অক্টোবর থেকে আগামী মার্চ মাস পর্যন্ত বরাদ্দ অর্থের সব টাকাই খরচ হবে বলে জানান তিনি। মোট আড়াই কোটি টাকার কাজ হবে বলেও জানিয়েছেন।

কী কী কাজ হচ্ছে?

তিনি জানিয়েছেন, চাপড়া গ্রামীণ হাসপাতালে ফিমেল ওয়ার্ড ৪০ লাখ টাকা, কৃষ্ণনগর ব্লকে শক্তিনগর হাসপাতালে উন্নয়নের কাজ, ৩৪ লাখ টাকা কৃষ্ণনগরে একটি একটি জিমের জন্য বরাদ্দ হয়েছে, আশানগর প্রাইমারি স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়ন, পলাশিপাড়া এলাকায় একটি স্কুলের বাউন্ডারি পাঁচিল নির্মাণ, পলাশিপাড়া এম জি এস ফুটবল গ্রাউন্ডে কিছু নির্মাণের জন্য কুলগাছি ফুটবল গ্রাউন্ডে ড্রেসিং রুম নির্মাণ, কৃষ্ণনগরের ১৬ লাখ টাকায় শরৎ পল্লীতে রাস্তা, ড্রেন নির্মাণ কাজ হচ্ছে। এছাড়াও আরও একাধিক কাজ চলছে। যেগুলি স্বাভাবিক নিয়মে হতে থাকবে বলেও জানান তিনি।

সংসদ পদ খারিজ

উল্লেখ্য, গত ৮ ডিসেম্বর এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে মহুয়া মৈত্রের সাংসদ পদ খারিজ করা হয় লোকসভায়। লোকসভায় আত্মপক্ষ সমর্থনে কিছু বলতে না দিয়ে যেভাবে একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে সরব হন বিরোধীরা। পাশাপাশি, এই সিদ্ধান্তের প্রতিবাদে আগামী দিনে লড়াই চালিয়ে যাবেন মহুয়া বলে জানিয়েছেন তিনি। এমনকি, বিষয়টি নিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস।

Mahua Moitra : তাপস পাল থেকে মহুয়া মৈত্র! বিতর্কের শীর্ষে নদিয়ার লোকসভা কেন্দ্র, কী বলছে কৃষ্ণনগর?
আর কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন আসন্ন। আগামী লোকসভা নির্বাচনেও কি মহুয়া মৈত্র কৃষ্ণনগর আসন থেকে টিকিট পাবেন? সে নিয়েও শুরু হয়েছে গুঞ্জন। যদিও, তিনিই প্রার্থী হবেন বলে ইঙ্গিত দিতে শোনা গিয়েছে স্বয়ং তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে। তবে নির্বাচনের আগে কাজ কি আদৌ শেষ হবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছেন এলাকার বাসিন্দারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version