মালাবদল, সিঁদুর দান থেকে ফুলশয্যা। নিশ্চিন্তে শেষ হল সবকিছুই। কিন্ত, বর কনে তখনও বিয়ের আইনি স্বীকৃতি পাননি। দু-হাত এক হলেও আঙুলের ছাপ নে মেলায় ঝক্কি পোয়াতে হচ্ছে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন নিয়ে। জেলার নতুন পাত্র-পাত্রীকে ছুটে আসতে হচ্ছে কলকাতায়।

কী নিয়ে সমস্যা?

গত ১ নভেম্বর থেকে বিয়ের রেজিস্ট্রির ক্ষেত্রে বাধ্যতামূলক করা হয়েছে আঙুলের ছাপ বা বায়োমেট্রিক পদ্ধতি। এরপর থেকে যত বিয়ে হচ্ছে, প্রত্যেকে পাত্র-পাত্রীর ক্ষেত্রেই বায়োমেট্রিক রেজিষ্টেশন করিয়ে তবে আইনগত বিবাহ সম্পন্ন হচ্ছে। বিপত্তি সেখানেই। অনেকেরই আঙুলের ছাপ মিলছে না। বিবাহিত জীবনের পথ চলার শুরুতেই এই হোঁচটে মন ক্ষুণ্ণ হচ্ছেন অনেকেই।

নিয়ম অনুযায়ী প্রত্যেকের দু’জোড়া আঙুলের ছাপ নেওয়া হচ্ছে। কিন্তু, বায়োমেট্রিক রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার শেষ মুহূর্তে ম্যারেজ রেজিস্ট্রার জানাচ্ছেন, আঙুলের ছাপ মেলেনি। কিন্তু এই সমস্যা মিটবে কী ভাবে, তা নিয়েই সন্দিহান সকলে। সম্প্রতি, বিভিন্ন জেলা থেকে বায়োমেট্রিক সমস্যায় পড়া নব বিবাহিত যুগলকে ডেকে পাঠানো হচ্ছে কলকাতায়। রাজ্যের রেজিস্ট্রার জেনারেল অব ম্যারেজ চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে ম্যারেজ অফিসারকে। মোট ৩০ জনকে এই চিঠি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

কোন কোন জেলায় সমস্যা?

কলকাতা এবং হাওড়া জেলা ছাড়াও দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, পুরুলিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, দুই ২৪ পরগনা জেলা থেকে দম্পতিদের ডেকে পাঠানো হয়েছে। একেকটি জেলার জন্য একটি দিন নির্ধারিত হয়েছে। আগামী ২১ ডিসেম্বর দুই দিনাজপুর, জলপাইগুড়ি ও মালদা অর্থাৎ উত্তরের জেলাগুলোর দম্পতি ও ম্যারেজ অফিসার ডাকা হয়েছে। অন্যদিকে, বাকি জেলা গুলোর জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে।

বিষয়টি নিয়ে বর্তমান পত্রিকায় ম্যারেজ অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক জোৎস্না মাহাত জানিয়েছেন, অনেক জেলার ক্ষেত্রেই নেট জনিত সমস্যা থাকার কারণে বায়োমেট্রিক নিয়ে অসুবিধায় পড়তে হচ্ছে। অনেক জায়গায় সার্ভারের সমস্যা হচ্ছে। ইন্টারনেট সমস্যার জন্য এই ধরনের অসুবিধা আগামী দিনে আরও বাড়তে পারে। ফলত এই সমস্যা সমাধানের জন্য জেলায় জেলায় সমাধানের ব্যবস্থা করলেই অনেকটা সুবিধা হয়।

বিয়ের আসরে ঘটল বিপত্তি! গ্রেফতার হবু পাত্র
বিষয়টি নিয়ে আইন দফতরকে তিনি চিঠি দেবেন বলেও জানিয়েছেন। সরকারের তহবিলে নির্ধরিত ফি দেওয়ার পরেও রেজিস্ট্রি সম্পন্ন না হওয়ায় সমস্যায় পড়ছেন অনেকেই। বহু দূর থেকে নির্দিষ্ট দিনে কাজ ফেলে রেখে কলকাতায় আসতেও তাঁদের সমস্যায় পড়তে হচ্ছে। ফলত, আঙুলের ছাপ নিয়ে নব দম্পতিদের এই সমস্যা কোনও সমাধান সূত্রে বের হয় কিনা সেটাই এখন দেখার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version