সামনে এল ছোট্ট রাহা কপুর। অবশেষে মিটল সব কিউরিওসিটি। কেমন দেখতে হল রাহাকে? মা নাকি বাবার মতো ? কপুর নাকি ভাট পরিবারের মতো? সব প্রশ্নের উত্তর মিলল বড়দিনে। কপুর ফ্যামিলির ক্রিসমাস ব্রাঞ্চে ঢোকার মুখে মিডিয়ার সামনে মেয়ে রাহাকে আনলেন রণবীর কপুর ও আলিয়া ভাট। পায়ে লাল ব্যালেরিনা এবং পরনে বেবি পিংক ও সাদা ফ্রক, টলমল পায়ে খানিক দাঁড়িয়েই বাবার কোলে উঠে পড়ল ছোট্ট রাহা। তার ছবি তুলতে হুড়োহুড়ি পড়লেও রাহা ব্যস্ত থাকল বাবার গালে হাত বোলাতে। এই ভিডিয়ো সামনে আসতেই হইহই পড়ে গেল সর্বত্র! কেউ কেউ বললেন রাহাকে নাকি এক্কেবারে আলিয়ার মতোই দেখতে। আবার নেটপাড়ার একাংশের রাহাকে দেখতে লাগল প্রয়াত অভিনেতা রাহার ঠাকুরদা ঋষি কপুরের মতোই। আর চোখ দুটো? খানিকটা কি রাজ কপুরের ছোঁয়া রয়েছে তার মধ্যে?