রাজ্যজুড়ে উৎসবের আবহ। নতুন বছরকে স্বাগত জানাতে তৈরি হচ্ছে বঙ্গবাসী। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সান্তাক্লজের সঙ্গে তুলনা করেছিলেন কলকাতার মেয়র এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এবার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা শোনা গেল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গলায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে চৈতন্যদেবের উত্তরাধিকারী বললেন শিক্ষামন্ত্রী।

মমতা চৈতন্যদেবের উত্তরাধিকারী

মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকে পিঠে পুলি ও প্রাণীপালন উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই অনুষ্ঠানে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রীকে চৈতন্যদেবের উত্তরাধিকারী বলে দাবি করেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘চৈতন্যদেব সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন। তিনি কোনওদিন বিভাজনের রাজনীতিকে প্রশয় দেননি। সেই রাজনীতি করেননি। চৈতন্যদেব সবাইকে একসঙ্গে নিয়ে চলার বার্তা দিয়েছেন। চৈতন্যদেবের যদি কোনও যোগ্য উত্তরাধিকারী থেকে থাকেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মানুষকে সঙ্গে নিয়ে চলেন। কখনও ভেদাভেদ বা বিভাজনের রাজনীতি করেন না।’

এদিনের অনুষ্ঠানের আয়োজক ছিলেন রাজ্যে আরেক মন্ত্রী স্বপন দেবনাথ। তাঁরও ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে শিক্ষামন্ত্রীর গলায়। ব্রাত্য বলেন, ‘এখানে দারুণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রকৃতি বাঁচানোর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি জোর গলায় বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটের সদস্য ছাড়া কারও মাথায় এই পরিকল্পনা আসবে না। স্বপনদাকে এমন অনুষ্ঠান আয়োজন করার জন্য অনেক ধন্যবাদ।’ তবে বিকাশ ভবনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি।

মমতাই আসল সান্তা ক্লজ : ফিরহাদ

কলকাতা পুরসভার কাউন্সিলর অনিন্দ্য রাউতের ডাকে বড়দিনের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম। সেই অনুষ্ঠানে মমতার দরাজ প্রশংসা শোনা যায় ফিরহাদের গলায়। ফিরহাদ বলেন, ‘ছোটবেলা বুঝতে পারতাম না সান্তাক্লজ আদৌ আছে না নেই! এখন বুঝি সান্তাক্লজ আছেন। তিনি সারা বছর মানুষের পাশে থাকেন। ছোট ছোট যে মেয়েদের অর্থের অভাবে পড়াশোনা বন্ধ হয়ে যায় তাদের কন্যাশ্রী দেওয়া হয়। সে বাবা টাকার অভাবে মেয়ের বিয়ে দিতে পারেন না, তাঁদের রূপশ্রী দেওয়া হয়। স্বাস্থ্যসাথীর মতো প্রকল্পগুলির সুবিধা দিয়ে মানুষকে সাহায্য করেন। আমরা মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় আসল সান্তাক্লজ। তিনি সারা বছর মানুষের পাশে থাকেন। প্রভুর কাছে প্রার্থনা করি, তিনি যেন আরও অনেক বছর বেঁচে থাকেন। ঈশ্বর তাঁকে যেন সুস্থ রাখেন’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version