পূর্ব মেদিনীপুর জেলা পুলিশে কোন কোন ক্ষেত্রে করা হল বদল?
এস আই নাড়ুগোপাল বিশ্বাস ভগবানপুর থানার অফিসার ইনচার্জ পদে ছিলেন। এই নতুন রদবদলের নির্দেশ আসার পর তিনি যাচ্ছেন মহিষাদল থানার ইনচার্জ হিসেবে। অন্যদিকে, এস আই পার্থপ্রতীম মাইতি কাঁথি থানায় ছিলেন। তিনি যাচ্ছেন ডিআইবিতে। এস আই প্রলয়কুমার চন্দ্র ছিলেন মহিষাদল থানার ইনচার্জ। তিনি দায়িত্ব পেলেন মারিশদানার ইনচার্জ হিসাবে।
এল এস আই প্রতিমা সাহু হলদিয়া মহিলা থানার ইনচার্জ হিসেবে দায়িত্ব সামলেছেন। তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে জুনপুট কোস্টাল থানার ইফিসার ইনচার্জ হিসাবে। এস আই মলয় অধিকারী ছিলেন মহিষাদল থানায়। তাঁকে পাঠানো হচ্ছে ডিআইবিতে। এস আই দেবদ্রুত মণ্ডল ছিলেন মহিষাদলে। তাঁকে গেঁওখালি ফাঁড়িতে পাঠানো হচ্ছে।
পাশাপাশি এস আই এসকে আসিফউদ্দিন কাঁথি থানা থেকে হেঁড়িয়ার আইসি পদে যোগদান করবেন। এছাড়াও জেলা পুলিশের ক্ষেত্রে একাধিক স্তরে বদল এসেছে।
বিষয়টি নিয়ে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য জানান, এটি রুটিন বদলি। কয়েকদিনের মধ্যে অফিসাররা তাঁদের দায়িত্ব গ্রহণ করবেন। নির্দেশিকা দিয়ে অফিসারদের জানিয়ে দেওয়া হয়েছে। জেলায় নিরাপত্তা ব্যবস্থাকে আরও আঁটোসাটো করার লক্ষ্যে এই রদবদল।
রাজ্যের অন্যতম জেলা পূর্ব মেদিনীপুর। নন্দীগ্রামের মতো হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র এই জেলার মধ্যে পড়ে। স্বাভাবিকভাবেই রাজনৈতিক দিক থেকেও এই জায়গায় গুরুত্ব অনেকটাই বেশি। স্বাভাবিকভাবেই লোকসভা নির্বাচনের আগে জেলা পুলিশে এই রদবদল অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
ওয়াকিবহাল মহলের একাংশের কথায়, ‘এই সময় সুরক্ষা ব্যবস্থায় যাতে সামান্যতম খামতি না থাকে তা নিশ্চিত করতে চেষ্টা করছে প্রশাসন। আর সেই কারণেই যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে।’
উল্লেখ্য, এখনও লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। কিন্তু, রীতিমতো তপ্ত প্রচার ময়দান। সমস্ত রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই জোরকদমে প্রচার করা শুরু করেছে। ইতিমধ্যেই গত কয়েক সপ্তাহের মধ্যে রাজ্যে দু’দুবার এসেছেন অমিত শাহ। সাংগঠনিক ক্ষেত্রে অতিরিক্ত জোর দিয়েছেন তিনি। তৃণমূল, বিজেপি থেকে শুরু করে বাম-কংগ্রেস প্রত্যেকটি রাজনৈতিক দল নিজের মতো করে সাংগঠনিক ক্ষেত্রে জোর বাড়াচ্ছে।