বর্তমানে বাইপাস অত্যন্ত ব্যস্ত এলাকা। অফিস কাছারির জন্য বেশ ব্যস্ত থাকে চিংড়িহাটা মোড় এলাকা। কিন্তু, চিংড়িহাটায় যানজটের অভিযোগ দীর্ঘদিনের। এই নিয়ে নিত্যযাত্রীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন। পাশাপাশি চিংড়িহাটা মোড় এলাকায় একাধিক দুর্ঘটনার বিষয় সামনে এসেছিল।

কিন্তু, এই ব্যস্ততম মোড় যাতে কোনওভাবেই সাধারণ মানুষের মাথা ব্যথার কারণ হয়ে না দাঁড়ায় সেই কারণে বৈঠক করলেন এডিজি ট্রাফিক সুপ্রতিম সরকার, বিধাননগর কমিশনারেটের সিপি গৌরব শর্মা সহ কলকাতা পুলিশ ও বিধান নগর পুলিশের উচ্চপদস্ত আধিকারিকরা। শুক্রবার দীর্ঘক্ষণ বৈঠক করার পর চিংড়িহাটা থেকে নিউটাউন বিশ্ববাংলা গেট পর্যন্ত রাস্তা পরিদর্শনও করেন তাঁরা।

চিংড়িহাটা মোড়ে একাধিক দুর্ঘটনা ঘটেছে অতীতে। এর জেরে কখনও ভাঙচুর, আবার কখনও অবরোধের ঘটনা নেহাত নজিরবিহীন নয়। শুধু তাই নয়, যানজট এখানে নিত্য দিনের ঘটনা। সেই যানজটের ঘটনা এড়াতে একাধিক বার বৈঠকও হয়।

এদিন ফের এবার উচ্চপর্যায়ের একটি বৈঠক আয়োজিত হয়। বেশ কিছুক্ষণ বৈঠক করার পর তাঁরা বিশ্ববাংলা সরণি পরিদর্শন করেন। চিংড়িহাটা থেকে নিউটাউন বিশ্ববাংলা গেট পর্যন্ত যান। সূত্রের খবর, কী ভাবে যানজট এবং দুর্ঘটনা কমানো যায় সেই নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি আরও বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্রের খবর।

জানা গিয়েছে, নতুন বছরে চিংড়িহাটাকে দুর্ঘটনামুক্ত করতে বেশ কিছু প্রশাসনিক পদক্ষেপ করা হতে পারে। কোনওভাবেই যাতে বেপরোয়া গতিতে গাড়ি না ছুটে, সেই জন্য বাড়তি নজরদারি চালানো হবে। পাশাপাশি কোনও চিংড়িহাটা মোড় এলাকাটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে চলেছে। বাইপাসের ধারের এই ব্যস্ত এলাকায় কোনওভাবেই যাতে যানজট তৈরি না হয় সেই দিকে দেওয়া হবে বিশেষ নজর।

Maa Flyover : মা ফ্লাইওভারে কড়াকড়ি, ‘বেয়াদপি’ করলেই বিপদ! বড় বদল আনছে কলকাতা পুলিশ
তাৎপর্যপূর্ণভাবে, শহর কলকাতার রাস্তাকে যানজট মুক্ত করতে একাধিক পদক্ষেপ করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। জায়গায় জায়গায় বসানো হয়েছে CCTV ক্যামেরা। পাশাপাশি পুলিশি নজরদারিও বাড়ানো হয়েছে।

সাধারণ মানুষকে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করার জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি থেকে নিয়মিত সচেতনতা প্রচার চালানো হয়। পাশাপাশি সম্প্রতি চিংড়িহাটা ফ্লাইওভারের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছিল। বামফ্রন্ট আমলে এই ফ্লাইওভার তৈরি হয়েছিল। আর উড়ালপুলের নকশাতে ত্রুটি ছিল বলে দাবি করেছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। চিংড়িহাটা ফ্লাইওভার স্বাস্থ্যও পরীক্ষা করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version