উৎসবের মরশুম এলেই যেন ‘মেজাজ গরম’ হয়ে যায় আবহাওয়ার। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হয়েছিল হাওয়া বদল। বাংলাদেশ অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। আর এই ঘূর্ণাবর্তের জেরেই রাজ্যে শীতের উপর পড়েছে ‘শনির দশা’। স্বাভাবিকভাবেই আপাতত বাঙালি চিন্তিত ৩১ ডিসেম্বরের আবহাওয়া নিয়ে। নিউ ইয়ার ইভে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। তবে ‘স্পয়েলার’ দেবে না বৃষ্টিপাতও।

কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
তিলোত্তমায় সকাল এবং সন্ধ্যায় শীতের আমেজ থাকলেও দিনে বেলা ঠান্ডা কার্যত উধাও। সকালে হালকা, মাঝারি কুয়াশা দেখা যাচ্ছে। তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়ছে দৃশ্যমানতা।

শুক্রবার কলকাতার তাপমাত্রা সামান্য কমেছে। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ এবং সর্বনিম্ন ৫৮ শতাংশ।

চলতি বছর আর শীতের সম্ভাবনা না থাকলেও নতুন বছরের শুরুতেই ফের জাঁকিয়ে ঠান্ডা পড়তে পারে, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে কলকাতার পারদ নামতে পারে। মঙ্গলবার থেকে শহরের হাওয়া বদলের সম্ভাবনা।

কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
বাংলাদেশের উপর অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এর ফলে পুবালি হাওয়ার দাপট ক্রমশ বেড়েছে। কমছে উত্তর-পশ্চিমের ঠান্ডা হাওয়ার প্রভাব। ৩১ ডিসেম্বর পর্যন্ত তাপমাত্রা কমার কোনও সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন একই রকম থাকবে তাপমাত্রা। তবে নতুন বছরে ফের একবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে। অর্থাৎ নতুন বছরে নিউ ইনিংস শুরু করতে চলেছে শীত। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। মূলত শুষ্ক থাকবে আবহাওয়া। ঠান্ডা ভাবও বজায় থাকবে।

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

শনিবার নতুন করে উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করছে পশ্চিমী ঝঞ্ঝা। এর ফলে রবিবার থেকে বুধবারের মধ্যে সিকিম এবং দার্জিলিঙের সবথেকে উঁচু এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। সিকিমে তুষারপাতের খুব সামান্য প্রভাব পড়তে পারে দার্জিলিঙের পার্বত্য এলাকাতেও।

বাদবাকি উত্তরবঙ্গের অন্যান্য কোনও জেলাতে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আপাতত সেখানে সেখানে তাপমাত্রা বদলের কোনও সম্ভাবনা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version