ডানকুনিতে অবরুদ্ধ জাতীয় সড়ক। ২ ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে রেখেছেন লরি চালকরা। কেন্দ্রীয় সরকারের পরিবহণ নীতির বিরুদ্ধে প্রতিবাদ তাঁদের। দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে অবরুদ্ধ করে রাখা হয়েছে। লরি চালকদের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ ভেবে যায়। লাঠিচার্জ পুলিশের।

কী জানা যাচ্ছে?

রবিবার বছরের শেষের দিন দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে অবরোধ করে লরি চালকদের একাংশ। রাস্তার উপর একের পর এক লরি দাঁড় করিয়ে দিয়ে রাস্তা অবরোধ করে দেওয়া হয়। চূড়ান্ত নাকাল হতে হচ্ছে যাত্রীদের। অবরোধ চলতে থাকলে পুলিশ এসে লরি চালকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে নেওয়ার আবেদন জানান। কিন্তু কথায় কাজ হয়নি। এরপর পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন লরি চালকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। পালটা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখাতে শুরু করে লরি চালকরা। পুলিশের উপর ইট বৃষ্টি করা হয় বলে অভিযোগ।

কী দাবি লরি চালকদের?

লরি চালকদের দাবি, কেন্দ্রীয় নতুন পরিবহণ নীতির জন্য তাঁদের আর্থিক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। প্রচুর টাকা জরিমানা নেওয়া হচ্ছে। সেই কারণেই রবিবার সকাল ১০.৩০ থেকে অবরোধ শুরু করেন লরি চালকরা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে জুড়ে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে পরে প্রচুর লরি। যে কারণে সাধারণ যাত্রীদের প্রচণ্ড হয়রানির মধ্যে পড়তে হয়। প্রচুর গাড়ি আটকে পড়ে জাতীয় সড়কে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

কী অভিযোগ চালকদের?

এক চালক জানান, নতুন যে পরিবহণ নীতি করা হয়েছে তাতে গাড়ি চালকরা জাতীয় সড়কে কোনওভাবে দুর্ঘটনার ঘটনা ঘটিয়ে ফেললে তাদের ৫ লাখ টাকা জরিমানা করা হচ্ছে। আমাদের বক্তব্য হচ্ছে, সারা দেশের প্রচুর প্রয়োজনীয়, জরুরি জিনিস আমরা বহন করে নিয়ে যায়। আজকে জাতীয় সড়কে কোনও ট্রাক চালক যদি মারা যায়, তাঁদের ক্ষতিপূরণের জন্য তো কিছু করা হল না। এরকম বৈপরীত্য পরিবহণ নীতি কেন করা হয়েছে? এর বিরুদ্ধেই আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি।

Barrackpore Trunk Road : ৮৮ কোটি খরচ, বদলে যাবে BT Road! মঙ্গল থেকে শুরু হচ্ছে কাজ
রাজনৈতিক বাদানুবাদ

বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বাদানুবাদ। একটি সংবাদ মাধ্যমে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানান, এইভাবে জাতীয় সড়ক অবরোধ করে সাধারণ মানুষের মধ্যে হয়রানির মধ্যে ফেলা ঠিক নয়। আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা যেত। পাশাপাশি, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অভাবে জন্য রাজ্য পুলিশকে দোষারোপ করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version