কয়লা, গোরু পাচার কাণ্ড থেকে রেশন দুর্নীতি; একের পর এক তদন্তে তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এবার আয়কর দফতরের আতশ কাঁচের তলায় আরও এক তৃণমূল বিধায়ক। জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর।

কী জানা যাচ্ছে?

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিককে নোটিশ পাঠিয়েছে আয়কর দফতর। আগামী ৮ জানুয়ারি আয়কর দফতরে তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও, নোটিশ পাওয়ার কথা অস্বীকার করেছেন বিধায়ক। তিনি জানিয়েছেন, এখনও আয়কর দফতরের নোটিশ তাঁর হাতে আসেনি।

কেন এই নোটিশ?

সূত্রের খবর, বিধায়কের আয়কর রিটার্ন সংক্রান্ত বিষয়ে গরমিল পাওয়া গিয়েছে। সেই কারণে তাঁকে তলব করা হয়েছে। ২০১৬-১৭ অর্থবর্ষ থেকে ২০২১-২২ অর্থবর্ষ পর্যন্ত আইটি রিটার্ন সংক্রান্ত বিষয়ে কিছু হিসেবে গরমিল রয়েছে। গত তিন বছর ধরে নির্দিষ্ট আয়কর রিটার্ন জমা দেননি বলে খবর। ফলত, তাঁকে স্বশরীরে আয়কর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। তিনি নিজে না উপস্থিত থাকতে পারলে আইনজীবী মারফত আয়কর সংক্রান্ত নথি জমা দিতে পারবেন। বিধায়কের আয়ের সূত্র, কোনও ব্যবসা রয়েছে কিনা, যদি থাকে তাহলে কীসের ব্যবসা, সেখান থেকে কীরকম আয় হয়, এরকম একাধিক তথ্য জানতে চাওয়া হয়েছে।

তবে বিষয়টি নিয়ে বিধায়ক জানিয়েছেন, তিনি আয়কর দফতরের নোটিশ এখনও হাতে পাননি। নোটিশ হাতে পেলে তিনি আইনানুগ ব্যবস্থা নেবেন বলেই জানিয়েছেন। তবে তৃণমূল বিধায়কের কাছে আয়কর দফতরের নোটিশ পাঠানোর ঘটনায় কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিজেপি নেতৃত্ব। স্থানীয় এক বিজেপি নেতা জানান, এরকম একাধিক তৃণমূল বিধায়ক রয়েছেন যাঁরা বেহিসেবি আয় করেছেন। কেন্দ্রীয় সংস্থা তাঁদের কাজ করছে। আরও কত তৃণমূল নেতাকে জেলে যেতে হয়, সেটা দেখার অপেক্ষায় আছে সাধারণ মানুষ।

Subal Manna: পদত্যাগ করেননি, কলকাতায় ডাক পেলেন কাঁথির পুরপ্রধান
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দফতরের আধিকারিকরা। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ওই কেন্দ্র থেকে উপনির্বাচনে জিতে আসেন। এরপর কয়েক মাস আগেই তৃণমূলে যোগ দেন। তবে এরকম একাধিক তৃণমূল নেতার বাড়িতে আয়কর হানা নিয়ে বিজেপির বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই কর্মকাণ্ড পরিচালনা করছে কেন্দ্রীয় সরকার বলেই অভিযোগ তাঁদের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version