রাজীব কুমার রাজ্য পুলিশের ডিজি পদে দায়িত্ব পাওয়ার পরেই কর্মীদের জন্য নিলেন বিরাট পদক্ষেপ। এবার থেকে রাজ্য পুলিশের গাড়ি চালকরা পদোন্নতির সুযোগ পাবেন। শুধু তাই নয়, তাঁরা অতিরিক্ত সাব ইনসপেক্টর (এএসআই) পদে প্রোমোশন পাওয়ার সুযোগও পাবেন বলে জানা গিয়েছে।একদিন পর্যন্ত এই পদে কর্মরতদের পদোন্নতির কোনও সুযোগ সুবিধা ছিল না। স্বাভাবিকভাবেই নতুন বছর শুরু হওয়ার মুখে এই সিদ্ধান্তে খুশিতে ডগমগ পুলিশ কর্মীদের একাংশ।

পুলিশের গাড়ি চালকদের এএসআই হওয়ার সুযোগ!

জানা গিয়েছে, এর আগে সংশ্লিষ্ট পদে প্রোমোশনের কোনও সুযোগ ছিল না। এবার থেকে পুলিশের গাড়ি চালকরা সেই সুযোগ পাবেন। জানা গিয়েছে, এই বিষয়ে ওয়েস্ট বেঙ্গল পুলিস স্টেট ওয়েলফেয়ার কমিটির তরফে আগেই একটি প্রস্তাব দেওয়া হয়েছিল।

কিন্তু, সেই ফাইল বহুদিন আটকে থাকায় প্রস্তাব বাস্তবের রূপ পাননি। সূত্রের খবর, রাজীব কুমার দায়িত্ব নেওয়ার পরেই এই নিয়ে উদ্যোগ নেন। তিনি ফাইলটি চেয়ে পাঠান। এই IPS অফিসার বরাবর কর্মীদের উৎসাহিত করার পক্ষে। পুলিশ মহলে কান পাতলেই শোনা যায়, তিনি কর্মীদের কাজের জন্য উৎসাহি করার পক্ষে। সেক্ষেত্রে কোনও পদোন্নতির বিষয় আটকে থাকলে দ্রুত যাতে তার নিষ্পত্তি করা যায়, সেই প্রসঙ্গে আগ্রহী তিনি। এরপরেই গাড়ি চালকদের এই পদোন্নতির সুযোগের কথা ঘোষণা করা হয়।

কী ভাবে এই পদোন্নতি সম্ভব হবে?
জানা গিয়েছে, এক্ষেত্রে পুলিশ গাড়ি চালকদের পদটি একজন কনস্টেবলের সমতুল্য। তাঁদের কর্মজীবনের রেকর্ড সম্পর্কিত সমস্ত তথ্য খতিয়ে দেখা হবে। ২০২৩ সালের ২৯ ডিসেম্বর পর্যন্ত তাঁদের চাকরির সময় ধরা হতে চলেছে। নিজের কর্মজীবনে কোনও শাস্তি তিনি পেয়েছেন কিনা তা যেমন খতিয়ে দেখা হবে তেমনই কী কী সাফল্য রয়েছে তাঁর ঝুলিতে তাও বিবেচনা করে দেখা হবে।

WB Government Job: নতুন করে তৈরি অতিরিক্ত পদ! রাজ্য সরকারি কর্মীদের পদোন্নতির জন্য সুবর্ণ সুযোগ
এই যাবতীয় ধাপগুলির মাধ্যমে যোগ্যতম প্রার্থীকে বেছে নেওয়া হবে। স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর খুশির হাওয়া বইছে পুলিশ মহলে। আগে এই পদে কোনও পদোন্নতির সুযোগ ছিল না। সেই দরজা খুলে গিয়েছে।

অন্যদিকে, অন্যান্য ক্ষেত্রেও কোনও পদোন্নতি হবে কিনা বা নতুন কোনও দরজা খুলে যায় কিনা, সেই দিকগুলি নিয়েও শুরু হয়েছে আলোচনা। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য পুলিশের ডিজি পদে ফের ফেরানো হয়েছে IPS রাজীব কুমারকে। দায়িত্ব পাওয়ার পর তাঁর এই পদক্ষেপ অত্যন্ত উল্লেখয়োগ্য বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version