৩ জানুয়ারি নূপুর শিখারের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আয়রা খান। গতকাল থেকেই হইচই শুরু হয়ে গিয়েছে খান আর শিখারে পরিবারে। রাতে তো আবার সলমান খানের বাড়িতেও ছিল আয়রা-নূপুরের জন্যে পার্টির আয়োজন করা হয়েছে। বিয়ের দিন সকালে সেই ক্যাশুয়াল পোশাকেই স্যালঁতে পৌঁছে গেলেন আয়রা। নেই কোনও বাহুল্য, বরং চিত্রগ্রাহকের হাত থেকে পড়ে যাওয়া (Ira Khan Nupur Shikhare Wedding)। ক্যামেরার লেন্স কভারটিও নিচু হয়ে তুলে দিলেন। আয়রা খানের সিমপ্লিসিটি বার বার মন জিতে নিচ্ছে নেট পাড়ার। এইবারেও তার অন্যথা হল না। আসুন দেখে নিন সেই ভিডিয়ো। আয়রা খানের বিয়ের সমস্ত ভিডিয়ো পর পর পেতে এবং পাশাপাশি বিনোদন সংক্রান্ত যাবতীয় ভিডিয়ো সবার আগে পেতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Entertainment Video.