ইডি আধিকারিকদের আক্রমণের ঘটনাকে ‘বোকামি’ বলেছেন তৃণমূলের সাংসদ শতাব্দী রায়। তবে সন্দেশখালির ঘটনায় কেন্দ্রীয় সরকারের উপরেই দোষ চাপালেন আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে ‘যুক্তরাষ্ট্রীয় কাঠামো’ ভেঙে ফেলার দোষারোপ করলেন কল্যাণ।

কী জানালেন কল্যাণ?

কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন সন্দেশখালিতে ‘হিংসার’ ঘটনার প্রতিবাদ জানান। পাশাপাশি তিনি বলেন, ‘ভারতবর্ষে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ভেঙে দিয়েছে কেন্দ্র সরকার,তাই এধরনের ঘটনা ঘটছে।’ কেন্দ্রীয় সংস্থা ইডি – সিবিআইয়ের অপব্যবহার নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে আগেই বিষোদগার করেছেন তৃণমূল নেতৃত্ব। সেই রাস্তাতেই হাঁটলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

বিজেপিকে নিশানা কল্যাণের

কোন্নগর বইমেলার উদ্বোধনে হাজির ছিলেন শ্রীরামপুর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি জানান, যে বিষয় তদন্তের মধ্যে আছে সেটা নিয়ে মন্তব্য করব না। হিংসাকে প্রশ্রয় দেওয়ার জায়গা নেই। ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচার যেটা রয়েছে সেটার উপর বিশ্বাস না থাকলে সেটাকে যখন ভেঙে দেওয়া হয় তখন এই ধরনের ঘটনা ঘটে। ভারতবর্ষের গণতন্ত্র দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপর। কেন্দ্র সরকার সেই কাঠামোটাকে ভেঙে দিয়েছে। সে যুক্তরাষ্ট্রীয় কাঠামোটাকে ভাঙার জন্য আজকে এই ঘটনা ঘটছে।

উল্টো পথে শতাব্দী

হিংসার ঘটনাকে প্রশ্রয় না দেওয়ার কথা বললেও ইডি কেন রাজ্য পুলিশকে খবর না দিয়ে তদন্তে গিয়েছে, কেন্দ্রীয় সরকার কেন বেছে বেছে তৃণমূল নেতাদের বাড়িতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পাঠাচ্ছে, এরকম একাধিক দাবি তুলে বিজেপির দিকেই আঙুল তুলেছে তৃণমূলের একাধিক নেতৃত্ব। তবে এর পুরো বিপরীত রাস্তায় হেঁটেছেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। তিনি এই আক্রমণকে ‘বোকামি’ বলেই জানিয়েছেন। এমনকি এই ঘটনায় আদতে তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে বলেই দাবি করেছেন তৃণমূল সাংসদ।

ED News : সন্দেশখালির ঘটনায় FIR দায়ের ED-র, পালটা অভিযোগ শাহজাহানের কর্মীরও
ইতিমধ্যেই, উত্তর ২৪ পরগনা জেলায় ন্যাজাট থানায় অভিযোগ দায়ের করেছে ইডি। সরকারি আধিকারিকদের গায়ে হাত দেওয়া, আদালতের নির্দেশে হওয়া তদন্তে বাধা দেওয়া, হিংসার ঘটনার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে ইডির তরফে। তবে পালটা, ইডির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে পুলিশ। তৃণমূল নেতা শেখ শাহজাহানের এক কর্মীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের অভিযোগ দায়েরের বিষয়টি নিয়ে কটাক্ষ করতে শুরু করেছে বিরোধী দলগুলি। তবে গোটা ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। সেই কারণে, পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version