সন্দেশখালিতে ED আধিকারিকদের উপর হামলার ঘটনা কোনওভাবে সমর্থনযোগ্য নয়, এমনই মন্তব্য করতে শোনা গেল তৃণমূল সাংসদ শতাব্দী রায়কে। শনিবার নিজের লোকসভা কেন্দ্রে দাঁড়িয়ে তিনি বলেন, ‘এর খারাপ প্রভাব দলের উপর পড়বে।’ তবে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েনি বলে দাবি করেছেন শতাব্দী।

শনিবার রামপুরহাটের বনহাট গ্রাম পঞ্চায়েতের একটি অনুষ্ঠানে যোগদান করেন শতাব্দী রায়। সেখানেই সন্দেশখালির ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে শতাব্দী রায় বলেন, ‘ কোনও আক্রমণই সমর্থনযোগ্য নয়। তা দলও সমর্থন করে না। দল ওই লোকগুলোকে তৈরি করেনি বা এই ধরনের কোনও ঘটনা ঘটাতে বলেনি। সুতরাং কেউ ব্যক্তিগতভাবে করলে নিজ দায়িত্বে করছে।’

এই ঘটনায় আদতে দলের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। শতাব্দী বলেন,’এই ঘটনায় দলের ক্ষতি হচ্ছে। বিরোধীরা কথা বলার সুযোগ পাচ্ছে। এটা বোকামি। এই বোকামিতে দলের উপর খারাপ প্রভাবই পড়ে।’ ED এবং CBI-কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার অভিযোগ তোলেন শতাব্দী। তিনি বলেন, ‘মানুষ হয়তো বুঝতে পেরে স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া দিচ্ছে। তবে আমার মনে হয় না একটা ঘটনাকে কেন্দ্র করে এটা বলা সম্ভব যে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এত জায়গায় আগে ED তল্লাশি চালিয়েছে, কোথাও এই ধরনের ঘটনা ঘটেনি।’

উল্লেখ্য, শুক্রবার রেশন দুর্নীতি মামলার তদন্তে সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়েছিল ED। সেখানে ED আধিকারিকদের উপর চড়াও হয়েছিল শাহজাহানের অনুগামীরা। ঘটনায় আহত হন তিন জন ইডি আধিকারিক।

এই ঘটনার পর থেকেই সরগরম হয় রাজ্য রাজনৈতিক মহল। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর প্রশ্ন তুলে দিয়েছিলেন বিরোধীরা। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা নিয়ে সরব হয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও। কেন রাজ্যপাল হস্তক্ষেপ করছেন না! এই নিয়ে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছেন তিনি।

Shahjahan Sheikh : ‘আমার একটা চুল ছিঁড়ে দেখাক’, হুংকার ED পেটানোর ‘নেপথ্য নায়ক’ শাহজাহানের
এই পরিস্থিতিতে খোঁজ চলছে শেখ শাহজাহানের। যদিও এখনও পর্যন্ত তাঁর হদিশ পাওয়া যায়নি। তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছে লুক আউট নোটিশও। একইসঙ্গে তিনি বাংলাদেশে পালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মর্মে সতর্ক করা হয়েছে বিএসএফকেও।

Sandeshkhali News : সন্দেশখালিতে ইডির বিরুদ্ধে ‘প্রতিবাদের ঝড়’! বলছে তৃণমূল

অন্যদিকে, রাজ্যে জায়গায় জায়গায় বিক্ষোভ দেখাচ্ছে BJP। হাওড়া ব্রিজের উপর চলে গেরুয়া শিবিরের বিক্ষোভ কর্মসূচি। রীতিমতো অবরুদ্ধ হয়ে যায় সংশ্লিষ্ট এলাকা। ব্যাহত হয় যানচলাচলও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version