মঙ্গলে BJP-কে চ্যালেঞ্জ! বুধ -বিষ্যুৎ ভালোই ভালোই কেটেছিল। কিন্তু, শুক্রবারই শেখ শাহজাহানের দরজায় কড়া নাড়ে ED। এরপরেই যতকাণ্ড!
শুক্রবার সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে গিয়ে মার খেতে হয়েছে তদন্তকারী আধিকারিকদের। এরপরেই তপ্ত বঙ্গ রাজনীতি। ঘটনার পর থেকে নিরুদ্দেশ শাহজাহান। তাঁর খোঁজ শুরু করেছেন তদন্তকারীরা। তাঁর ‘সাম্রাজ্য’ খাঁ খাঁ করছে। কিন্তু, মাত্র তিন দিন আগেই ED-CBI নিয়ে শেখ শাহজাহানের সুর ছিল সপ্তমে। তিনি সরাসরি আক্রমণ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে।

সম্প্রতি একটি সভা থেকে শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানের বিরুদ্ধে সরব হয়েছিলেন। তিনটি ট্রাস্ট করে হিন্দুদের জমি দখল করে রাখার অভিযোগ তোলেন তিনি। পাশাপাশি তাঁর ‘পাততাড়ি গুটিয়ে দেওয়ার’ চ্যালেঞ্জও জানান।

পালটা সরব হন শাহজাহানও। একটি সাদা শার্ট সঙ্গে চেককাটা জহর কোট পরে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শেখ শাহজাহান। সেই সময় তিনি বলেন, ‘ আগে আয়নায় ও নিজের মুখ দেখুক। চরিত্রটা দেখুক। ক্ষমতা থাকলে সন্দেশখালির মাটিতে দাঁড়িয়ে আমার একটা চুল ছিঁড়ে দেখাক।’ এক BJP নেতাকে চ্যালেঞ্জ করেছিলেন তিনি। শুধু তাই নয়, শাহজাহান আরও বলেন, ‘যোগ্যতা নেই, মানুষ নেই, শুধু CBI-ED ভরসা। আমাদের ভরসা সাধারণ মানুষ। বিজেপি আসার পর বেসরকারিকরণ করেছে। মিড ডে মিল বন্ধ-আশাকর্মী বন্ধ করছে। বলেছিল ২ কোটি বেকারকে চাকরি দেব। তা দেয়নি। মানুষ বুঝে গিয়েছে, এদের দ্বারা মানুষের কাজ হবে না।’

এখানেই শেষ নয় শাহজাহান বলেন, ‘সন্দেশখালির মানুষ শুভবুদ্ধিসম্পন্ন। লোকসভায় সন্দেশখালিতে তৃণমূল জিতবে।’ পাশাপাশি ধর্মের নাম রাজনীতি করা হচ্ছে বলেও মন্তব্য করেছিলেন শেখ শাহজাহান। মোটের উপর সন্দেশখালিতে দাঁড়িয়ে বিজেপি তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন।

Sheikh Shahjahan News: খোদ ED ও CRPF-এর গায়ে হাত! দুঃসাহসী অনুগামীদের দাদা কে এই শাহজাহান?
শুক্রবার তাঁর বাড়িতে গিয়ে ডাকাডাকির পরও দরজা না খোলায় সিআরপিএফ জওয়ানরা দরজার তালা ভাঙতে গেলে তেড়ে আসেন শাহজাহানের অনুগামীরা। তাঁরা চড়াও হন ED আধিকারিকদের উপর। শুধু তাই নয়, তিন জন আধিকারিক গুরুতর আহত হন এই ঘটনায়।

এরপর থেকে অবশ্য শাহজাহান বেপাত্তা। তাঁর খোঁজ চালানো হচ্ছে। জারি করা হয়েছে লুক আউট নোটিশও। শনিবার ‘শাহজাহান সাম্রাজ্যে’ উঁকি দিয়ে দেখা গেল সেখানে কেউ নেই। কার্যত খাঁ খাঁ করছে গোটা এলাকা। যদিও এলাকাবাসীদের একাংশের কথায়, ‘দাদা আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version